বাংলাহান্ট ডেস্ক: শিল্পা শেট্টির (shilpa shetty) জন্য নয়, রাজ কুন্দ্রার (raj kundra) প্রথম স্ত্রী কবিতা কুন্দ্রা (kavita kundra) নিজেই বিবাহ বিচ্ছেদের জন্য দায়ী ছিলেন। বিচ্ছেদের ১২ বছর পর অবশেষে এই বিষয়ে মুখ খুললেন ব্যবসায়ী রাজ কুন্দ্রা। তাঁর বোনের স্বামীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন কবিতা। সেই কারণেই বিচ্ছেদটা হয় বলে জানিয়েছেন রাজ।
সম্প্রতি রাজের প্রাক্তন স্ত্রী কবিতার কিছু পুরনো সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হয় যেখানে তাঁদের বিচ্ছেদের জন্য শিল্পাকে দায়ী করতে দেখা যায় কবিতাকে। এরপরেই মুখ খোলেন রাজ। তিনি জানান, শিল্পা বারন করেছিলেন বলেই বারো বছর ধরে চুপ ছিলেন তিনি। কিন্তু কবিতার এই মিথ্যে বলার ভিডিওগুলি আবার ভাইরাল হতে তিনি আর চুপ করে থাকতে পারলেন না।
রাজ জানান, আগে বাবা মায়ের সঙ্গে ব্রিটিশ যুক্তরাজ্যে থাকতেন রাজ ও কবিতা। পরে রাজের বোন ও তাঁর স্বামীও এসে ওঠেন তাঁদের বাড়িতে। পরিবারের সকলের সঙ্গে ঝগড়া, অশান্তি করলেও রাজের বোনের বরের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হতে থাকে কবিতার। রাজ ব্যবসার কাজে বাইরে গেলেই বেশি করে একসঙ্গে সময় কাটাতে থাকেন তারা।
রাজ জানান, তাঁকে তাঁর পরিবারের কয়েকজন এবং গাড়ির চালকও এই বিষয়ে সাবধান করেছিলেন। কিন্তু রাজ কানে তোলেননি। একদিন তাঁর মা হাতেনাতে ধরেন কবিতা ও রাজের বোনের স্বামীকে। এই ঘটনার পরেই কবিতাকে বিচ্ছেদ দেন বলে জানান রাজ। তিনি আরো বলেন, নিজের সম্পূর্ণ দোষ থাকা সত্ত্বেও শিল্পাকে দায়ী করেন কবিতা।
https://www.instagram.com/p/CO7MvxmBCHk/?utm_medium=copy_link
২০০৩ সালে এক ব্যবসায়ীর মেয়ে কবিতাকে বিয়ে করেন রাজ। কিন্তু ২০০৬ এই ডিভোর্স হয়ে যায় তাঁদের। রাজ ও কবিতার মেয়ে ডিলিনার যখন মাত্র কয়েক মাস বয়স তখনি তাঁদের বিচ্ছেদ হয়। শিল্পার বোন শমিতার মাধ্যমে আলাপ হয় দুজনের। তারপরেই অভিনেত্রীকে বিয়ে করেন রাজ।