স্বামী-স্ত্রীর বিবাদ মিটল, রঙমিলান্তি পোশাকে রাজের হাত ধরে মন্দিরে পুজো দিলেন শিল্পা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: পর্ন কাণ্ডে জামিনের পর প্রথম বার জনসমক্ষে এলেন ব‍্যবসায়ী তথা শিল্পা শেট্টির (shilpa shetty) স্বামী রাজ কুন্দ্রা (raj kundra)। গত সেপ্টেম্বর মাসে জেল খেটে বাইরে বেরিয়েছিলেন তিনি। তারপর থেকে এক রকম নিভৃত বাসেই চলে গিয়েছিলেন রাজ। প্রকাশ‍্যে আসা তো দূর, নিজের সমস্ত সোশ‍্যাল মিডিয়া প্রোফাইলও ডিলিট করে দিয়েছিলেন তিনি। সেই হিসাবে জেল থেকে বেরোনোর পর এটাই রাজের প্রথম জনসমক্ষে আসা।

হিমাচল প্রদেশে ঘুরতে গিয়েছেন অভিনেত্রী শিল্পা শেট্টি। সঙ্গে গিয়েছেন স্বামী রাজও। নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে ভ‍্যাকেশনের একাধিক ভিডিও শেয়ার করলেও সেখানে রাজের দেখা পাওয়া যায়নি। কিন্তু সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল ছবিগুলিতেই প্রমাণ পাওয়া গিয়েছে, রাজকে সঙ্গে নিয়েই গিয়েছিলেন শিল্পা।


হিমাচলের জ্বালাজি দেবী এবং মা চামুণ্ডা দেবী মন্দিরে পুজো দিয়েছেন শিল্পা ও রাজ। ছবিতে দেখা যাচ্ছে, স্ত্রীর হাত নিজের হাতে শক্ত করে ধরে রেখেছেন রাজ। দুজনেই টুইনিং করে পরেছেন হলুদ পোশাক। শিল্পাকে দেখা গিয়েছে হলুদ চুড়িদারে। পাশে হলুদ কুর্তা ও সাদা পাজামায় রাজ। স্থানীয় লোকজনদের সঙ্গে ছবির জন‍্য পোজও দেন রাজ শিল্পা। মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে ছবিগুলি।


গত জুলাই মাসে জেলবন্দি হন রাজ। পর্ন ছবি বানিয়ে তা মোবাইল অ্যাপের মাধ‍্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। দু মাস মতো জেলে কাটিয়ে ৫০ হাজার টাকার ব‍্যক্তিগত বন্ডে জামিন পান রাজ।

কিছুদিন আগেই দুই ছেলে মেয়ে ভিয়ান ও সমিশাকে নিয়ে ছোট্ট ভ‍্যাকেশনের জন‍্য আলিবাগ পাড়ি দিয়েছিলেন শিল্পা। সঙ্গে গিয়েছিলেন অভিনেত্রীর মা সুনন্দা শেট্টিও। মান্ডওয়া জেটিতে পাপারাৎজির ক‍্যামেরাবন্দি হন সকলে। এদিন একটি হালকা নীল রঙা শার্ট ড্রেসে দেখা গিয়েছিল শিল্পাকে। তাঁর কোলে ছিল গোলাপি ফ্রক পরা ছোট্ট সমিশা। ভিয়ানের পরনে ছিল সাদা ও ক্রিম রঙা টিশার্ট ও টাই ডাই প্রিন্টের ডেনিম শর্টসে।

কিন্তু এদিন তাঁদের সঙ্গে দেখা যায়নি রাজকে।
তবে করবা চৌথের ব্রতও পালন করেছেন শিল্পা। নিজের শাশুড়ি মায়ের পাঠানো করবা চৌথের বিশেষ তত্ত্বের একটি ঝলক শেয়ার করেছিলেন তিনি।

X