মুখ লুকিয়ে শমিতার সঙ্গে ডিনারে রাজ কুন্দ্রা, নেটিজেনদের মশকরা, ‘শ‍্যালিকাকে নিয়েও ভিডিও করবেন নাকি?’

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ২০২১ সালটা বলিউডের অনেকের পক্ষেই ভাল যায়নি। তাঁদের মধ‍্যে একজন ব‍্যবসায়ী রাজ কুন্দ্রা (Raj Kundra)। শিল্পা শেট্টি কুন্দ্রার স্বামীর বিরুদ্ধে পর্ন ভিডিও তৈরি করে ব‍্যবসা করার অভিযোগ উঠেছিল। শ্রীঘরেও কাটিয়েছিলেন তিনি। সেসব অবশ‍্য এখন অতীতের কাহিনি। কারণ এখন দিব‍্যি কলার উঁচিয়ে ঘুরছেন রাজ।

সম্প্রতি মুম্বইয়ের এক রেস্তোরাঁয় নৈশভোজ সারতে গিয়েছিলেন রাজ কুন্দ্রা। সঙ্গে স্ত্রী শিল্পা নয়, বরং ছিলেন শ‍্যালিকা শমিতা শেট্টি ও তাঁর হবু স্বামী রাকেশ বাপত। গাড়ি থেকে নেমেই পরনের হুডি দিয়ে মুখে ঢেকে এক রকম দৌড়েই রেস্তোরাঁর মধ‍্যে ঢুকে গেলেন তিনি। যেন পালিয়ে বাঁচলেন! ভেতরে ঢুকেই অবশ‍্য হুডি খুলে দেন রাজ।


ভিডিওটি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করতেই আবারো ট্রোলের ঝড় উঠেছে। যেভাবে রাজ নিজের মুখ লুকিয়েছেন তা দেখে মুখ বেঁকাচ্ছেন নেটনাগরিকরা। একজন কটাক্ষ করেছেন, ‘মুখ দেখানোর মতো আর কিছু বাকি রেখেছেন নাকি যে ক‍্যামেরার দিকে তাকাবেন!’ আবার কয়েকজন আরো কয়েক ধাপ এগিয়ে প্রশ্ন করেছেন, এবার কি নিজের শ‍্যালিকাকে দিয়েও ছবিতে অভিনয় করাবেন?

গত বছর সেপ্টেম্বরে শর্ত সাপেক্ষে জামিন পান ব‍্যবসায়ী। মুক্তি পাওয়ার পরপরই এক রকম নিভৃতাবাসে চলে গিয়েছিলেন রাজ। সোশ‍্যাল মিডিয়া থেকেও বিদায় নিয়েছিলেন। কিন্তু এখন অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন তিনি। পাশে পেয়েছেন স্ত্রী শিল্পাকেও।

https://www.instagram.com/reel/CbSnPESK2Wd/?utm_medium=copy_link

এখন আবার নতুন করে সব শুরু করছেন রাজ। এর আগেই ইনস্টাগ্রামে ফিরেছিলেন তিনি। কিন্তু তাঁর পুরনো সমস্ত পোস্ট মুছে দিয়েছিলেন। এবার নতুন ভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে সাজালেন রাজ। না, এবার আর নিজের নামে অ্যাকাউন্ট খোলেননি তিনি। বরং খুলেছেন নিজেদের নতুন রেস্তোরাঁর নামে।

‘বিঞ্জ বাই বাস্তিয়ান’ নামে একটি নতুন রেস্তোরাঁ শুরু করছেন রাজ শিল্পা। মুম্বইয়ের পশ্চিম খার অঞ্চলে একটি অভিজাত রেস্তোরাঁ খোলার ঘোষনা করতেই নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বানিয়েছেন রাজ। নিজে সম্ভবত তিনি সোশ‍্যাল মিডিয়া থেকে দূরে থাকারই সিদ্ধান্ত নিয়েছেন আপাতত।

সম্পর্কিত খবর

X