বসে থাকতে থাকতেই ধপাস! ছেলে ইউভানের মিষ্টি ভিডিও শেয়ার করলেন রাজ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: গত বছরের সেপ্টেম্বরেই মা হয়েছেন শুভশ্রী গাঙ্গুলী (subhashree ganguly)। রাজ (raj chakraborty) শুভশ্রীর পরিবারে এসেছে নতুন সদস‍্য। তাঁদের নয়নের মণি, ছোট্ট রাজপুত্র ইউভান (yuvaan)। ইতিমধ‍্যেই ছয় মাসের ‘হাফ বার্থডে’ হয়ে গিয়েছে ইউভানের। আর ছেলের ধীরে ধীরে বড় হয়ে ওঠার প্রতিটি মুহূর্তই চুটিয়ে উপভোগ করছেন রাজ ও শুভশ্রী।

কিছুদিন আগে ছেলের হামাগুড়ি দেওয়ার ভিডিও শেয়ার করেছিলেন শুভশ্রী। নিজে নিজেই হামাগুড়ি দিতে শিখেছে ইউভান। আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে মায়ের দিকে এগিয়ে আসতে দেখা গিয়েছিল তাকে। আবার কখনো খেলনা নিয়ে বসে খেলতে দেখা গিয়েছিল ইউভানকে। এই মিষ্টি মুহূর্তগুলো ক‍্যামেরাবন্দি করে শেয়ার করেছিলেন শুভশ্রী।


এমনকি নিজের পায়ে উঠে দাঁড়াতেও শিখে গিয়েছে ইউভান। নিজে নিজেই আশপাশের জিনিসকে অবলম্বন করে টলোমলো পায়ে উঠে দাঁড়াতে দেখা গিয়েছে তাঁকে। ছেলের এই ভিডিওটি শেয়ার করে বিস্ময় প্রকাশ করেছেন রাজ। আসলে শুভশ্রীই তাঁকে পাঠিয়েছেন এই ভিডিও। নির্বাচনী প্রচারের ফাঁকে ছেলের বিশেষ মুহূর্তগুলো যাতে মিস না হয়ে যায় তার জন‍্যই এই ব‍্যবস্থা নিয়েছেন শুভশ্রী।

ফের ছেলের একটি নতুন ভিডিও শেয়ার করেছেন রাজ। ভিডিওতে দেখা যাচ্ছে সোফায় বসে রয়েছে ইউভান। ক‍্যামেরার পেছন থেকে শুভশ্রী নাম ধরে ডাকছেন ছেলেকে। অন‍্যদিকে ইউভান অবাক হয়ে তাকিয়ে ক‍্যামেরার দিকে। বসে বসে থাকতে হঠাৎ করেই একদিকে কাৎ হয়ে পড়ে যায় ইউভান।

https://www.instagram.com/p/CNOgQZXJVk6/?igshid=1jdwq5hwanc3

এই মিষ্টি ভিডিওটি শেয়ার করে রাজ লিখেছেন, ইউভানকে খুব মিস করছেন তিনি। আসলে নির্বাচনী প্রচারে ব‍্যস্ত থাকায় ইউভানের বড় হয়ে ওঠার বেশ কিছু মুহূর্তই মিস করে যাচ্ছেন তিনি। সম্প্রতি শুভশ্রীর দিদি অর্থাৎ নিজের বড় শ‍্যালিকা দেবশ্রীর বিয়েও মিস করে গিয়েছেন রাজ। সবটা সামলাতে হয়েছে শুভশ্রীকেই। তাই স্ত্রীর পাঠানো এই ভিডিও গুলি দেখেই মন ভাল রাখার চেষ্টা করছেন পরিচালক।

X