বাংলাহান্ট ডেস্ক: শার্লিন চোপড়ার (sherlyn chopra) বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করে ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করলেন রাজ কুন্দ্রা (raj kundra) ও শিল্পা শেট্টি (shilpa shetty)। রাজ শিল্পার বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে FIR দায়ের করার পাঁচ দিন পরেই পালটা তাঁকে মানহানির নোটিস ধরালেন কুন্দ্রা দম্পতি।
রাজ শিল্পার বিরুদ্ধে ভুয়ো এবং অশ্লীল অভিযোগ আনার জন্য আইনজীবী প্রশান্ত পি পাতিল মানহানির মামলার নোটিস পাঠিয়েছেন শার্লিনকে। নোটিসে লেখা হয়েছে, ‘রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টি কুন্দ্রার বিরুদ্ধে শার্লিন চোপড়া যা যা অভিযোগ এনেছেন সমস্তই ভুয়ো, ভিত্তিহীন, প্রমাণছাড়া, এমনকি শার্লিন চোপড়া না জেনেই অভিযোগ করেছেন। মানহানি এবং ভয় দেখিয়ে অর্থ আদায়ের জন্যই এটা করা হয়েছে’।
নোটিসে আরো বলা হয়েছে, জে এল স্ট্রিম অ্যাপের আবিষ্কর্তা হলেন রাজ কুন্দ্রা। এই অ্যাপের মাধ্যমে নিজেদের প্রিয় ইনফ্লুয়েন্সারের সঙ্গে অনুরাগীরা দেখা করতে পারবেন, কথা বলতে পারবেন এবং তাদের কনটেন্ট দেখতেও পারবেন। কিন্তু রাজের এই অ্যাপের সঙ্গে শিল্পার কোনো যোগসূত্র নেই। কিন্তু শার্লিন প্রচার পাওয়ার জন্য জোর করে শিল্পার নাম এই অ্যাপের সঙ্গে জুড়ে দিচ্ছেন।
গত এপ্রিল মাসে রাজ ও শিল্পার বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের মামলা দায়ের করেছিলেন শার্লিন। এতদিন পর তিনি দাবি করলেন, রাজ নাকি তাঁর যৌন হেনস্থা করেছিলেন। জোর করে চুম্বন করেছেন তাঁকে রাজ। এ ঘটনা ২০১৯ সালের। শার্লিন জানান, সেবার তাঁর সহকারীকে ফোন করে রাজ জানান একটি অ্যাপ বানাতে চান তিনি শার্লিনের নামে।
এরপরেই একদিন সটান তাঁর বাড়িতে এসে হাজির হন রাজ। দুজনের মধ্যে বাগবিতন্ডা হয় অ্যাপ নিয়ে। এরপরেই নাকি রাজ জোর করে তাঁকে চুমু খাওয়ার চেষ্টা করেন। শার্লিন বাধা দিলেও শোনেননি শোনেননি তিনি। সে সময় নাকি শিল্পার সঙ্গে দাম্পত্য জীবনে খুশি ছিলেন না রাজ। তা নিয়েও নাকি শার্লিনের কাছে দুঃখ করেছিলেন রাজ। গত মঙ্গলবার জুহু থানায় মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার প্রপার্টি সেলের আধিকারিকদের কাছে বয়ান রেকর্ড করেন শার্লিন।
এর আগে অবশ্য শার্লিন দাবি করেছিলেন তিনি রাজের জন্য ১৫-২০ টি সফট পর্ন ছবি করেছেন। এক একটি ছবির জন্য ৩০ লক্ষ করে টাকা তাঁকে রাজ দিয়েছেন বলে নিজের বয়ানে বলেছিলেন শার্লিন।