বাংলাহান্ট ডেস্ক: আবারো করোনা আক্রান্ত রাজ চক্রবর্তী (raj chakraborty) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (subhashree ganguly)। এর আগে করোনার প্রথম ঢেউয়ের সময়ে ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন রাজ। দ্বিতীয় ঢেউয়ের সময়ে আক্রান্ত হন শুভশ্রী। তৃতীয় ঢেউয়ে এবার দুজন একসঙ্গে আক্রান্ত হলেন। সোশ্যাল মিডিয়ায় সেই খবর জানিয়েছেন পরিচালক বিধায়ক ও অভিনেত্রী দুজনেই।
সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতিতে শুভশ্রী লিখেছেন, ‘আমি এবং রাজ দুজনেরই করোনা ধরা পড়েছে। আমরা নিজেদের আলাদা করে নিয়েছি। গত ৭২ ঘন্টায় যারা যারা আমাদের সংস্পর্শে এসেছেন দয়া করে করোনা পরীক্ষা করান এবং নিজেদের আইসোলেশনে রাখুন। দয়া করে সতর্ক থাকুন এবং মাস্ক পরুন। আমরা ঠিক আছি, আপনাদের সকলের আশীর্বাদ ও ভালবাসায় এই বিপদ থেকে উদ্ধার পাবোই।’
উল্লেখ্য, এর আগে করোনার প্রথম ঢেউয়ের সময়ে আক্রান্ত রাজ ও তাঁর বাবা। বাঁচানো যায়নি পরিচালকের বর্ষীয়ান বাবাকে। সে সময়ে অন্তঃসত্ত্বা ছিলেন শুভশ্রী। পরবর্তীকালে করোনার দ্বিতীয় ঢেউয়ের সময়ে আক্রান্ত হন তিনিও। সে সময়ে ছেলে ইউভানের মাত্র কয়েক মাস বয়স। এবার ফের রাজ শুভশ্রীর করোনা আক্রান্ত হওয়ার খবর মেলায় ছোট্ট ইউভানের জন্য চিন্তিত অনুরাগীরা।
https://www.instagram.com/subhashreeganguly_real/p/CYUS0OHBw81/?utm_medium=copy_link
একা রাজশ্রী জুটি নয়। করোনা আক্রান্ত হয়েছেন বলিউড গায়ক সোনু নিগমও (sonu nigam)। তিনিও সোশ্যাল মিডিয়াকেই বেছে নিয়েছেন এই খবর জানানোর জন্য। একটি ভিডিও বার্তায় সোনু জানান, রিয়েলিটি শোয়ের শুটিংয়ের জন্য করোনা পরীক্ষা করিয়েছিলেন তিনি। রিপোর্ট আসে পজিটিভ।
https://www.instagram.com/tv/CYTznMkg1Ti/?utm_medium=copy_link
নিশ্চিত হতে আরো কয়েকবার পরীক্ষা করান গায়ক। কিন্তু প্রতিবারই পজিটিভ রিপোর্টই এসেছে পরীক্ষার ফলাফলে। সঙ্গে সঙ্গে নিজেকে আলাদা করে নিয়েছেন সোনু। আপাতত তিনি নিজেই দুবাইয়ের বাড়িতে রয়েছেন। তবে চিন্তার কারণ হল, তিনি একা নন, তাঁর স্ত্রী ও ছেলে দুজনেই করোনা আক্রান্ত হয়েছেন। গত দু তিন দিনে তিনি যাদের যাদের সংস্পর্শে এসেছেন সবার উদ্দেশে ক্ষমা চেয়ে নিয়েছেন সোনু।