ডলফিনের সঙ্গে জলকেলি, মিষ্টি বন্ধুর কাছ থেকে চুমুও পেল পুঁচকে ইউভান! ভাইরাল একগুচ্ছ ছবি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: রাজ চক্রবর্তী (Raj Chakraborty) আর শুভশ্রী গঙ্গোপাধ‍্যায়ের (Subhashree Ganguly) ভ‍্যাকেশন মানেই একরাশ রঙিন ছবি। দেশের মধ‍্যে হোক বা বিদেশে, যেখানেই ঘুরতে যান না কেন অনুরাগীদের জন‍্য সুন্দর সুন্দর মুহূর্তের ছবি, ভিডিও শেয়ার করতে ভোলেন না তাঁরা। আর ‘রাজশ্রী’ জুটির ট্রাভেল ডায়েরিজ দেখতে বেশ পছন্দও করেন নেটনাগরিকরা। আর সঙ্গে যদি ইউভান (Yuvaan) থাকে তাহলে তো সোনায় সোহাগা।

এই মুহূর্তে জামাইকায় ঘুরছেন রাজ শুভশ্রী এবং ইউভান। অতি সম্প্রতি রেস্তোরাঁয় ছোট্ট ইউভানের নতুন বান্ধবীর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন রাজ। আর এবারে তাঁরা ডলফিনের সঙ্গে সাঁতার কাটলেন সপরিবারে। লাইফ জ‍্যাকেট পরে স্বচ্ছ জলে নেমে পড়েছেন রাজ, শুভশ্রী আর ইউভান।


একরত্তি ছেলেকে কোলে নিয়ে ডলফিনের সঙ্গে জলকেলিতে মাততে দেখা গিয়েছে শুভশ্রীকে। কখনো নিজের সানগ্লাস খুলে ডলফিনের মাথায় পরিয়ে দিয়েছেন, আবার কখনো জলের বাসিন্দার পাখনা ধরে পোজ দিয়েছেন হাসিমুখে। অন‍্যদিকে মায়ের কোলে চেপে ইউভান অবাক হয়ে দেখতে ব‍্যস্ত এই নতুন বিস্ময়কে।

এক ফাঁকে ডলফিনের মসৃণ গায়ে হাতও বুলিয়ে দিয়েছে ইউভান। কিন্তু নতুন বন্ধু এসে গালে মুখ ঠেকাতেই সিঁটিয়ে মায়ের কোলের কাছে খুদে। রাজও একগুচ্ছ ছবি শেয়ার করেছেন ডলফিনের সঙ্গে।

https://www.instagram.com/p/Cf0cbs8hV0J/?igshid=YmMyMTA2M2Y=

সম্প্রতি ইউভানকে নিয়ে জামাইকায় এক রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন রাজ শুভশ্রী। সেখানেই দেখা আরেক খুদের সঙ্গে। ছোট্ট মেয়েটি নাকি কাঁদছিল। তাই তার মন ভাল করার দায়িত্ব নেয় ইউভান। নতুন বান্ধবীকে হাতছানি দিয়ে কাছে ডেকে নেয়।

https://www.instagram.com/p/Cf0FhBsrtu6/?igshid=YmMyMTA2M2Y=

তারপর জড়িয়ে ধরে সে কী আদর! পাশ থেকে আবার শুভশ্রী বলেন, একটু চুমু খেয়ে নাও নতুন বান্ধবীকে। সঙ্গে সঙ্গে অদ্ভূত কায়দায় চুমু খেয়ে নেয় ইউভান। কাণ্ড দেখে রেস্তোরাঁর কর্মী ও অন‍্য খদ্দেররা হেসেই গড়াগড়ি। আদর করা হয়ে যেতেই আবার ঠেলে বান্ধবীকে সরিয়ে দেয় ইউভান।

ছেলের কাণ্ডকারখানা ভিডিও করেছেন রাজ। আর তা শেয়ার করতেই কমেন্ট বক্সে উপচে পড়েছে ভালবাসা আর আদর। অভিনেত্রী বরখা বিশত প্রশ্ন করেছেন, এমন ভাবে চুমু খেতে শিখল কোত্থেকে ইউভান? আরেকজন লিখেছেন, ইউভান বড় হয়ে যাচ্ছে। প্রথম গার্লফ্রেন্ড।

X