ক্ষেতের সবজি-পুকুরের মাছে অন‍্যরকম ক্রিসমাস, বিলাসবহুল বাগানবাড়িতে জমজমাট সেলিব্রেশন রাজ-শুভশ্রীর

বাংলাহান্ট ডেস্ক: শহর সেজে উঠেছে আলোর মালায়। পার্কস্ট্রিটে মানুষের ঢল। উপহারের ঝুলি নিয়ে স‍্যান্টাক্লজ, বেলুন, স‍্যান্টা টুপির হরেক পসরায় জমজমাট কলকাতার রাজপথ। ছোট বড় রেস্তোরাঁ, পাবে উপচে পড়ছে ভিড়। টলিউডের অভিনেতা অভিনেত্রীরাও সাধারণত গা ভাসান এই উদযাপনে। কিন্তু শুভশ্রী গঙ্গোপাধ‍্যায়কে (Subhashree Ganguly) বারবার ব‍্যতিক্রমী রূপেই দেখা গিয়েছে।

স্বামী পরিচালক বিধায়ক রাজ চক্রবর্তীকে নিয়ে শুভশ্রী পৌঁছে গিয়েছেন তাঁদের আদি বাড়িতে। ব‍্যারাকপুরে রাজের একটি বিরাট বাগান বাড়ি রয়েছে। কলকাতায় বিলাসবহুল আবাসনের বাসিন্দা হলেও ব‍্যস্ত শিডিউল থেকে একটু অব‍্যাহতি পেলেই রাজ শুভশ্রী পৌঁছে যান এই বাড়িতে।

subhashree ganguly yuvaan
বড়দিনে যখন সকলেই মোটামুটি শহরের রাস্তায়, রেস্তোরাঁয় বা নিজেদের বাড়িতে উদযাপনে ব‍্যস্ত, রাজ শুভশ্রী তখন বড়দিনটা কাটাচ্ছেন নিজেদের বাগান বাড়িতে। সঙ্গে ছোট্ট ইউভান আর তার ঠাকুমাও গিয়েছেন। সোশ‍্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন শুভশ্রী।

সেখানে সপরিবারে দেখা মিলেছে তাঁদের। বাড়ির খেতের টাটকা শাক সবজি, পুকুরের মাছে জমিয়ে ভূরিভোজ সারছেন তারকা দম্পতি। ছোট্ট ইউভানকেও দেখা গেল একটি বড়সড় ড্রামে করে জ‍্যান্ত মাছ নিয়ে আসতে। খোলামেলা জায়গায় সাইকেল চালিয়ে, কখনো বা দোলনায় দুলতে দুলতে খেলতে দেখা যায় ইউভানকে।

এই বাড়িতেই ক্রিসমাস উদযাপনেরও আয়োজন করেছেন ‘রাজশ্রী’ জুটিকে। একটি বড় ক্রিসমাস ট্রি সাজিয়ে এখানেই বড়দিন পালন করবেন তাঁরা। এই একটা দিন শহুরে জাঁকজমক থেকে দূরে নিজেদের মতো করে দিনটা সেলিব্রেট করবেন রাজ শুভশ্রী। তারই ঝলক দেখালেন অভিনেত্রী।

https://www.instagram.com/reel/CmlGeCshxAe/?igshid=YmMyMTA2M2Y=

আগামীতে একাধিক ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে শুভশ্রীর। আসন্ন ডক্টর বক্সী ছবিতে তিনি রয়েছেন মৃণালিনীর ভূমিকায়। পেশায় একজন লেখিকা তাঁর চরিত্রটি। পাশাপাশি ইন্দুবালা ভাতের হোটেল ছবিতেও দেখা যাবে শুভশ্রীকে। প্রস্থেটিক মেকআপের কল‍্যাণে তাঁর বৃদ্ধা লুক ইতিমধ‍্যেই ভাইরাল।

Niranjana Nag

সম্পর্কিত খবর