জলে ভাসতে ভাসতে ব্রেকফাস্ট, রাজার হালে মালদ্বীপ-যাপন রাজ-শুভশ্রীর

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সুইমিং পুলের জলে গা ডুবিয়ে বিলাসিতা। সামনে দিগন্তবিস্তৃত নীল সমুদ্র। আর সেই মনোরম দৃশ‍্য দেখতে দেখতে ব্রেকফাস্ট সারা। স্বর্গীয় অনুভূতি তো একেই বলে তাই না? রাজ চক্রবর্তী raj chakraborty) ও শুভশ্রী গঙ্গোপাধ‍্যায় (subhashree ganguly) এই অনুভূতিটাই এখন তারিয়ে তারিয়ে উপভোগ করছেন। অভিনেত্রীর ইনস্টা হ‍্যান্ডেলের দেওয়ালে এমনি দৃশ‍্য চোখে পড়ল।

সপ্তাহান্তে ছুটির মেজাজে যখন আসন্ন পুজোর কেনাকাটা সারতে ব‍্যস্ত রয়েছে শহরবাসী তখনি এখন থেকে অনেকটা দূরে মালদ্বীপে বসে ভ‍্যাকেশন উপভোগ করছেন রাজশ্রী জুটি। ছেলে ইউভানকে নিয়ে দিন কয়েক আগেই কলকাতা ছেড়েছেন জুটিতে। সমস্ত কাজকর্মের চিন্তা ভাবনা থেকে দূরে সরে নীল জলের দ্বীপে ছুটির আমেজ উপভোগ করছেন তাঁরা।


শনিবারের সকালটাকে তাঁরা স্বাগত জানিয়েছেন দারুন ভাবে। পুলের জলে ভাসতে ভাসতে তাঁদের সামনে চলে এসেছে হরেক রকম ব্রেকফাস্টের পস‍রা। স্বামী রাজের সঙ্গে শ‍্যাম্পেন সহযোগে ব্রেকফাস্ট সারলেন শুভশ্রী। ক‍্যাপশনে তিনি লিখেছেন, ‘ভালবাসায় পূর্ণ জীবন কখনো বিষন্ন হতে পারে না।’


অপরদিকে শুক্রবার মা ছেলেকে একসঙ্গে লেন্সবন্দি করেছেন রাজ। সমুদ্র সৈকতের সাদা বালিতে ছুঁয়ে যাচ্ছে স্বচ্ছ নীল জল। আর সেই জলের মধ‍্যে দিয়েই পা ভিজিয়ে হাঁটছেন শুভশ্রী, কোলে ইউভান। মাঝে মধ‍্যেই ঘাড় ঘুরিয়ে মায়ের কোল থেকে ইতিউতি চেয়ে দেখছে ইউভান। সুখী পরিবারের এমন একটি দৃশ‍্য লেন্সবন্দি করার লোভ সামলাতে পারেননি রাজ।


দুদিন আগেই কালো সুইমসুইটে উষ্ণতা ছড়িয়েছিলেন শুভশ্রী। সুইমিং পুলের জলে ডুবে থাকতে দেখা গিয়েছিল তাঁকে। ভেজা চুলে রিসর্টের বাইরের নীল জলের দিকে তাকিয়ে শুভশ্রী। এই ছবি দিয়েই শুভ সকাল জানিয়েছিলেন অভিনেত্রী। সঙ্গে স্বামী রাজের সঙ্গে আরো একটি ছোট্ট ভিডিও শেয়ার করেছিলেন তিনি।

https://www.instagram.com/p/CUgstFIIxRR/?utm_medium=copy_link

এখানে তাঁর পরনে হালকা বেগুনি, কমলা সাদার মিশেলে বিকিনি। রাজের পাশে শুয়ে আসলে সেলফি তুলেছেন অভিনেত্রী। কম যান না রাজও। বিলাসবহুল রিসর্টে বসে বাইরের তাক লাগানো দৃশ‍্য শেয়ার করেছেন অনুরাগীদের সঙ্গে। আবার কখনো স্পিড বোটের উপরেও পোজ দিতে দেখা গিয়েছে তাঁকে।

সম্পর্কিত খবর

X