পরিবারে এসেছে নতুন সদস‍্য, একরত্তি ছেলেকে কোলে নিয়ে নববর্ষের শুভেচ্ছা জানালেন রাজা-মধুবনী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: অতি সম্প্রতি খুশির খবর এসেছে বাংলা সিরিয়াল জগতে। মা হয়েছেন অভিনেত্রী মধুবনী গোস্বামী (madhubani goswami)। তাঁর কোল আলো করে এসেছে পুত্র সন্তান। স্বামী রাজা গোস্বামী সদ‍্যোজাতর সঙ্গে মায়ের একটি ছবি শেয়ার করে এই সুখবর জানিয়েছেন সোশ‍্যাল মিডিয়ায়।

এবার বাংলা নববর্ষের শুভ সকালে সদ‍্যোজাত ছেলেকে কোলে নিয়ে অনুরাগীদের সামনে এলেন মধুবনী। সঙ্গে স্বামী রাজা গোস্বামী। ছেলেকে কোলে নিয়েই অনুরাগীদের নববর্ষের শুভেচ্ছা জানান তাঁরা। নিজের ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করে রাজা লিখেছেন, ‘আমাদের পরিবারের তরফ থেকে সকলকে জানাই শুভ নববর্ষ।’


গত শনিবার সকালেই পরিবারে নতুন সদস‍্য আসার সুখবর দিয়েছিলেন রাজা। তাঁর ছবিতে দেখা যায় ছেলেকে এক হাত দিয়ে আঁকড়ে ধরে হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন মধুবনী। রাজা লেখেন, ‘আমাদের কোল আলো করে ভদ্রলোক এলেন। ভালবাসা দেবেন। পুত্রসন্তান হয়েছে। ঈশ্বরকে ধন‍্যবাদ।’

https://www.instagram.com/p/CNrADXJlbEV/?igshid=hl9s74twa5od

সদ‍্যোজাতর ছবি শেয়ার করেছেন মধুবনীও। তবে ছেলের মুখ এখনি প্রকাশ‍্যে আনেননি তিনি। একটি ইমোজি দিয়ে ছেলের মুখ ঢেকে ছবি পোস্ট করেছেন মধুবনী। তবে ছেলের মুখ না দেখালেও নাম প্রকাশ করেছেন অভিনেত্রী। ছেলের নাম তাঁরা রেখেছেন কেশব।

সিনে ইন্ডাস্ট্রির অন‍্যতম জনপ্রিয় জুটি মধুবনী ও রাজা। সেই জনপ্রিয় ধারাবাহিক ‘ভালবাসা ডট কম’ এ একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন দুজন। ওম তোরার অনস্ক্রিন জমাটি রসায়ন সুপারহিট হয়েছিল।

তখন থেকেই প্রেম ও তারপর বিয়ে। নয় নয় করে বিবাহিত জীবনেরও কম বয়স হল না। ২০১৬ র ৯ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েন রাজা ও মধুবনী। তারপর থেকে চুটিয়ে চলছে সংসার ও অভিনয়। পুজোর আগেই নিজের বিউটি পার্লার উদ্বোধনেরও সুখবর দিয়েছিলেন অভিনেত্রী। লকডাউনের সময়েই সুখবর দিয়েছিলেন মধুবনী।

তবে সোজাসুজি নয়। পরপর কয়েকটি ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। সেই সঙ্গে ক‍্যাপশন দেখেই অনুরাগীরা বুঝে গিয়েছিলেন খুব শিগগিরিই নতুন সদস‍্য আসতে চলেছে গোস্বামী পরিবারে।

এই যেমন পার্বতীর কোলে ছোট্ট গণেশের একটি ছবি শেয়ার করে মধুবনী লেখেন, ‘দেখা হবে শুভক্ষণে’। সেই সঙ্গে একটি বাচ্চার ইমোজি। তারপ‍র ছোট্ট গোপাল মূর্তির একটি ছবিও পোস্ট করেন অভিনেত্রী। ক‍্যাপশনে লেখেন, ‘রাধারানীকে আমার কাছে পাঠাও আর নয় তো তুমি এসো। যা খুশি। তোমাকে ভালবাসি।’

X