রাজস্থানে পতনের পথে কংগ্রেস সরকার! সমীক্ষায় মিলল বড় ইঙ্গিত, মুখে হাসি বিজেপির

বাংলা হান্ট ডেস্ক: আর কয়েকদিন পরই পাঁচ রাজ্যে বিধানসভা ভোট (Rajasthan Assembly Election)। এরই মধ্যে সামনে এল চমকে দেওয়া জনমত সমীক্ষা (Opinion Poll)। রাজস্থানে ভরাডুবি হতে চলেছে কংগ্রেসের (Congress)। ক্ষমতা হারাতে চলেছে হাত শিবির।

রাজস্থানে একটি রীতি রয়েছে, যেখানে সাধারণত প্রতি পাঁচ বছর অন্তর সরকার পরিবর্তন হয়। এ বছরও সেই ধারাই বজায় থাকবে বলে মনে করা হচ্ছে। টাইমস নাও নবভারত এবং ইটিজি-র সাম্প্রতিক সমীক্ষা বলছে, রাজস্থানে বিজেপি (BJP) সরকার গঠন করবে। কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা থেকে বেশ খানিকটা দূরে থাকবে।

   

রাজস্থানে মোট বিধানসভা আসনের সংখ্যা ২০০। টাইমস নাও নবভারতের সমীক্ষা অনুযায়ী, ওই রাজ্যে বিজেপি পেতে পারে ১১৪ থেকে ১২৪টি আসন (Seats), কংগ্রেস পেতে পারে ৬৮ থেকে ৭৮টি আসন এবং অন্যান্যরা পেতে পারেন ৬ থেকে ১০টি আসন। ভোট শতাংশের নিরিখে, গেরুয়া শিবির পেতে পারে প্রায় ৪৪ শতাংশ ভোট, কংগ্রেস পেতে পারে প্রায় ৪২ শতাংশ ভোট, অন্যান্য পেতে পারে ১৪ শতাংশ।

উল্লেখ্য, এই জনমত সমীক্ষা করা হয়েছে ৩০ অক্টোবর-এর আগে। মোট ২১ হাজার ১৩৬ জনকে টেলিফোনিক এবং মুখোমুখি বিভিন্ন প্রশ্ন করা হয়।

congress vs bjp

এই সমীক্ষার ফলে ইঙ্গিত, ধুন্ধর অংশের ৫৮টি আসনের মধ্যে বিজেপি ৩৬-৪০টি আসন পেতে পারে। মারওয়ার অংশের ৬১টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ৩১ থেকে ৩৭টি আসন। তবে শেখাবতী অংশে বিজেপি এবং কংগ্রেসের কঠিন লড়াই হতে চলেছে। সেই অংশে ২১টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ১০ থেকে ১২টি আসন। অন্যদিকে, কংগ্রেস পেতে পারে ৭ থেকে ১১টি আসন।

Avatar
Monojit

সম্পর্কিত খবর