গণপিটুনি দিয়ে ৫ মুসলিমকে মেরেছি, গর্ব করে দাবি BJP নেতার! দায় এড়াল গেরুয়া শিবির

বাংলাহান্ট ডেস্ক : বিগত কয়েক বছর ধরে রাজস্থানে গো হত্যার ফলে মানুষ খুন করার অনেক কয়েকটি  ঘটনা সামনে এসেছে। এর ফলে নানাভাবে আক্রান্ত হয়েছেন মুসলিমরা। এবার রাজস্থানের এক প্রাক্তন বিজেপি বিধায়কের প্রকাশ্যে খুন করার স্বীকারোক্তি ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হল।

রাজস্থানের বিজেপি নেতা জ্ঞান দেব আহুজা একটি জটলায় “গোহত্যায় জড়িত কাউকে হত্যা করার” নিদান দিতে ক্যামেরায় ধরা পড়লেন। জ্ঞান দেবের প্রকাশ্য মন্তব্য, “আমরা এখন পর্যন্ত পাঁচ জনকে হত্যা করেছি, তা লালাওয়ান্দি বা বেহরোরে হোক।”

   

প্রসঙ্গত,  দুটি হত্যাকাণ্ডই – একটি 2017 সালে, অন্যটি 2018 সালে – রামগড়ে হয়েছিল, যে এলাকা থেকে জ্ঞান দেব আহুজা বিধায়ক ছিলেন। তবে তিনি অন্য কোনও তিনটি হত্যার কথা এই জটলায় বলছেন তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।

তিনি ভিডিওতে বলছেন,”আমি কর্মীদের খুন করার জন্য মুক্ত হস্ত দিয়েছি। আমরা তাদের খালাস এবং জামিন নিশ্চিত করব।” পেহলু খানের হত্যার সমস্ত ছয় অভিযুক্তকে 2019 সালে খালাস দেওয়া হয়েছিল কিন্তু রাজ্যের কংগ্রেস সরকারের একটি আপিল এখন উচ্চ আদালতে বিচারাধীন। রকবর খান হত্যার বিচার এখনও স্থানীয় আদালতে চলছে।

শনিবার ভিডিওটি ভাইরাল হওয়ার পরে, বিজেপি নেতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 153A ধারায় সাম্প্রদায়িক বিশৃঙ্খলা ছড়ানোর অভিযোগে মামলা করা হয়েছে। তিনি এর আগেও একই ধরনের মন্তব্য করে বলেছিলেন, “হত্যাকারীদের “দেশপ্রেমিক” এবং “ছত্রপতি শিবাজি এবং গুরু গোবিন্দ সিং-এর প্রকৃত বংশধর” বলা যেতে পারে।”

jpg 20220821 111629 0000

বিজেপির আলওয়ার ইউনিট আজ বলেছে যে এটি “তার নিজস্ব মতামত”। বিজেপির আলওয়ার দক্ষিণের প্রধান সঞ্জয় সিং নারুকা সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, “দলের এই চিন্তাভাবনা নেই।”

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর