সোনা, ট্রাক্টর থেকে শুরু করে ৮ কোটি টাকার পণ দান বোনের বিয়েতে! চার ভাইকে নিয়ে চর্চা তুঙ্গে

বাংলাহান্ট ডেস্ক : ভাইয়েদের ইচ্ছে ছিল, বোন থাকবে রানীর মত! সেই জন্য এক-দুই কোটি নয়, আট কোটি পণ দিয়েই আদরের বোনের বিয়ে দিলেন চার যুবক। ভারতীয় আইনে পণ নেওয়া দন্ডনীয় অপরাধ হলেও আইনের তোয়াক্কা না করেই বোনের বিয়েতে জামাইকে দেওয়া হয়েছে ৮ কোটি ৩১ লক্ষ টাকার জিনিসপত্র। রাজস্থানের (Rajasthan) নাগৌর জেলার ডিংসারা গ্রামের এই বিয়ের খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে যায় গোটা দেশে।

বলা বাহুল্য, নাগৌর জেলায় যৌতুকের রূপে ‘ময়রা’ প্রথার প্রচলন আছে। অর্জুন রাম মেহরিয়া, ভগীরথ মেহরিয়া, উমেদ জি মেহরিয়া এবং প্রহ্লাদ মেহরিয়া নামের এই চার ভাই যে তাদের বোনের বিয়ের (Marriage) জন্য এত বিপুল পরিমাণ পণ (Dowry) দিতে পারেন তা বোধহয় কল্পনা করতে পারেননি এলাকার বাসিন্দারাও। ফলে, বহুল চর্চিত এই বিয়ে দেখতে আশপাশের গ্রাম থেকে লোকজন এসে ভিড় করে ডিংসারা গ্রামে।

এদিকে নেটদুনিয়ায় খবরটি ছড়িয়ে পড়তেই বেশ ভাইরাল হয়েছে। আইনকে অমান্য করে যেভাবে পণপ্রথার নিদর্শন দেখা গিয়েছে তাতেই ধিক্কার জানিয়েছেন নেটিজেনরা। জানা গিয়েছে, গত 25 মার্চ ছিল নওয়ারি দেবীর বিয়ে। বিয়েতে বোনের শ্বশুরবাড়ির জন্য আয়োজনের কোন ত্রুটি রাখেন নি তার চার ভাই। স্বাভাবিকভাবেই, এখন আপনার মনে প্রশ্ন উঠবে যে, এত কোটি টাকার পণে ঠিক কী কী দেওয়া হয়েছে ? ভাইয়েরা বোনের বরকেই দিয়েছে 2 কোটি 2 লাখ টাকা।

rajasthan

তবে, নগদ ছাড়াও যৌতুক হিসেবে ছিল 4 কোটি টাকার 100 বিঘা জমি, 71 লাখ টাকা মূল্যের এক কেজি সোনা এবং 10 লাখ মূল্যের 14 কেজি রুপো ও 7 লাখ টাকার একটি ট্রাক্টর। একটি স্কুটার আর গাড়িও সেই সঙ্গে ছিল বলেই জানা গিয়েছে। আবার 100 টিরও বেশি বলদ গাড়ি ও উটের পিঠে করে সে সব যৌতুক কনের বাপেরবাড়ি ডিংসারা গ্রাম থেকে রায়ধনু গ্রামে পাঠানো হয়। বিয়েতে গ্রামবাসীদের মধ্যে 800 টি রুপোর টাকা ভাগ করে দেওয়া হয়েছিল।

 

 

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর