বাংলা হান্ট ডেস্কঃ রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট রাজ্যে ঘোমটা প্রথার বিরুদ্ধে মোর্চা খুলে বসলেন! মঙ্গলবার মুখ্যমন্ত্রী গেহলট বলেন, ঘোমটার জমানা চলে গেছে। অশোক গেহলট জয়পুরের একটি সভায় বলেন, ‘গ্রামে আজও মহিলারা ঘোমটা দেয়, এক মহিলাকে ঘোমটায় বন্দি করা কি সমাজের অধিকার? ঘোমটা দিয়ে থাকলে মহিলারা এগিয়ে যেতে পারবেনা। এবার ঘোমটার জমানা চলে গেছে।
মুখ্যমন্ত্রী গেহলট মহিলা অধিকার নিয়ে কাজ করা একটি সংগঠনের অনুষ্ঠানে অংশ নিতে জয়পুর গেছিলেন। সেখানে উনি ঘোমটা ছাড়া মহিলাদের দিকে ইশারা করে বলেন, গ্রামীণ এলাকা গুলোতে এখনো ঘোমটা দেওয়া হয়। মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেন, হিম্মত আর বল প্রয়গের সাথে নিজেদের এগিয়ে নিয়ে যেতে হবে। সরকার আপনাদের পাশে দাঁড়াবে। মুখ্যমন্ত্রী গেহলট বলেন, এখন সময় বদলেছে। মহিলারা পড়াশুনা করে প্রতিটা জায়গায় সফলতা হাসিল করছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী ইন্দিরা গান্ধী এর জলজ্যান্ত উদাহরণ।
Rajasthan Chief Minister Ashok Gehlot in Jaipur: Gaon mein aaj bhi ghoonghat hai, ek mahila ko ghoonghat mein qaid karne ka, ek samaj ko kya adhikaar hai? Jab tak ghoonghat rahega tab tak mahilayen aage nahi badh paengi, zamana gaya ghoonghat ka. pic.twitter.com/uLvCsnP0x4
— ANI (@ANI) November 5, 2019
মুখ্যমন্ত্রী গেহলট বাল্য বিবাহের বিরুদ্ধেও আওয়াজ তোলেন। উনি বলেন, বাল্য বিবাহ শুধু জীবন ধ্বংস করে। উনি বলেন, জনতার সাথে কথা বলার সময় এক বাচ্চা মেয়ে আমার কাছে এসে বলে, তাঁকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। আমি আধিকারিকদের নির্দেশ দিই যে, ওই বাচ্চা মেয়ের বাল্য বিবাহ যে করেই হোক আটকাতে। যদি সে পড়াশুনা করতে চায়, তাহলে সরকার তাঁকে সম্পূর্ণ সাহায্য করবে।