বাংলা হান্ট ডেস্কঃ রাজস্থানে (Rajasthan) ধর্ষণের ঘটনা থামার নামই নিচ্ছে না। এখনো বারানের মামলা থান্দা হয়নি আর এরমধ্যে রাজ্য থেকে আরও একটি ধর্ষণের মামলা সামনে আসছে। তাজা ঘটনা রাজস্থানের চুরু (Churu) জেলায় হয়েছে। সেখানে ১৯ বছর বয়সী এক যুবতীকে অপহরণ করে একদল যুবক গণধর্ষণ করেছে।
শোনা যাচ্ছে যে, গণধর্ষণের এই ঘটনায় ৯ জন যুক্ত আছে। পুলিশ তাঁদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, অভিযুক্তরা নির্যাতিতাকে অপহরণ করে আট দিন আলাদা আলাদা যায়গায় নিয়ে গিয়ে গণধর্ষণ করে। অভিযুক্তরা আট দিন পর্যন্ত চুরুর রাজগড়, জয়পুর আর সীকরের নীমকাথানায় বন্দি বানিয়ে গণধর্ষণ করে।
নির্যাতিতার অভিযোগের পর পুলিশ বিক্রম পুনিয়া, দেবেন্দ্র পুনিয়া, বান্টি, রাহুল শুভম, হেমন্ত, মুকেশ গুর্জর আর আরও দুজনের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে। আপাতত পুলিশ নির্যাতিতাকে রাজগড়ের রাজকীয় হাসপাতালে ভরতি করিয়েছে।
पिछले कुछ दिनों से राजस्थान मीडिया में ऐसी कोई हैडलाइन नहीं है जिसमें दुष्कर्म की घटनाओं का जिक्र ना हो। अब चूरू के नवां गांव में सामूहिक दुष्कर्म की घटना ने ये साबित कर दिया है कि #Rajasthan में जंगलराज की स्थिति चरम पर है तथा सरकार का पुलिस प्रशासन पर कोई नियंत्रण नहीं है।
— Vasundhara Raje (@VasundharaBJP) October 5, 2020
রাজ্যে বেড়ে চলা ধর্ষণের মামলা নিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে রাজস্থান সরকারকে আক্রমণ করেছে। উনি ট্যুইট করে লেখেন, ‘বিগত কিছুদিন ধরে রাজস্থানের মিডিয়াতে এমন কোনও হেডলাইন নেই, যেখানে ধর্ষণের কথা উল্লেখ করা হয়নি। এবার চুরু থেকে গণধর্ষণের মামলা সামনে আসার পর, এটাই প্রমাণিত যে রাজস্থানে জঙ্গল্রাজ চলছে। আর রাজ্যের আইন শৃঙ্খলার উপর পুলিশ প্রশাসন আর সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই।”