পাকিস্তানে অত্যাচারিত হয়ে পালিয়ে ভারতে, সেই হিন্দু শরণার্থীদের ঘরে বুলডোজার চালাল কংগ্রেস সরকার

বাংলা হান্ট ডেস্ক : এবার বুলডোজার অ্যাকশন রাজস্থানে (Rajasthan)। বুলডোজার দিয়ে পাকিস্তানি (Pakistani Hindu) হিন্দু শরণার্থীদের বাড়িঘর ভেঙে গুঁড়িয়ে দিল রাজস্থানের কংগ্রেস সরকার। গতকাল ২৪ এপ্রিল পাকিস্তানি শরণার্থীদের বস্তিতে উচ্ছেদ অভিযান চালায় প্রশাসন। জানা যাচ্ছে, প্রায় শতাধিক বাড়ি ভেঙে দেওয়া হয়েছে।

সরকারি সূত্রে খবর, মাস কয়েক আগে যোধপুর শহরে সরকারি জমি দখল মুক্ত করার উদ্যোগ নেয় যোধপুর ডেভেলপমেন্ট অথোরিটি। সেই মত, শরণার্থীদের ওই জমি ছেড়ে চলে যাওয়ার নোটিশ ধরায় প্রশাসন। কিন্তু সেই জমি কিছুতেই ছাড়তে রাজি হননি তাঁরা।

rajasthan

এরপর গতকাল বুলডোজার নিয়ে উপস্থিত হন প্রশাসনিক কর্তারা। একরকম গায়ের জোরেই বুলডোজার চালিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় শরণার্থীদের বাড়ি ও ঝুপড়ি। স্থানীয়দের দাবি অন্তত ১০০ টি বাড়ি ও ঝুপড়ি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন।

এরই মধ্যে শরণার্থী শিবিরে বুলডোজার চালানোর একটি ভিডিও মারাত্মক ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি চিৎকার করে বলছেন, ‘আমরা হিন্দু। পাকিস্তানে আমাদের উপর অত্যাচার করা হয়েছে। এখন ভারতে এসেও আমরা নির্যাতনের শিকার হচ্ছি। ভিডিওতে দেখা যাচ্ছে, অসংখ্য শরণার্থী আশ্রয় হারিয়ে হতাশ হয়ে পড়েছেন।

বেশ কয়েক বছর আগে পাকিস্তানে অত্যাচারিত একদল শরণার্থী পালিয়ে আসেন ভারতে। তাঁদের মধ্যে অধিকাংশই ছিলেন হিন্দু। একটি সামাজিক সংস্থার উদ্যোগে যোধপুরের উপকণ্ঠে একটি খালি জমিতে তাদের বসবাস করার ব্যবস্থা করে দেওয়া হয়। দিন মজুর এবং শ্রমিকের কাজ করে কোনও ভাবে দিন কাটছিল তাঁদের। এবার সরকারি জমির দখল করে বাস করছে এই অজুহাতে তাঁদের বাড়িঘর ভেঙে দিল রাজস্থান সরকার।


Sudipto

সম্পর্কিত খবর