বিয়ের দিন করোনা পজেটিভ কনে, PPE কিট পরে কোভিড সেন্টারে হল অনুষ্ঠান! তুমুল ভাইরাল ভিডিও

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ রাজস্থানের বারান জেলায় রবিবার এক যুগল PPE কিট পরেই বিয়ে করল। এই ঘটনার ভিডিও (Video) সোশ্যাল মিডিয়ায় (Social Media) ঝড়ের গতিতে ভাইরাল (Viral Video) হচ্ছে। কোভিড কেয়ার সেন্টারে হওয়া এই বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর অনেকেই নব দম্পতিকে আশীর্বাদ দিয়ে তাদের প্রশংসা করছেন। এই বিয়েতে উপস্থিত যুগলের বাবা মা-ও PPE কিট পরে ছিল। করোনার সমস্ত নিয়ম বিধি মেনেই এই বিয়ে সম্পন্ন হয়।

এই বিয়ে রাজস্থানের বারান জেলার শাহবাদ তহসিলের কেলবড়া গ্রামের কোভিড কেয়ার সেন্টারে সম্পন্ন হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিয়ের দিনই কনের করোনা রিপোর্ট পজেটিভ আসে। এরপর পরিবারের সাথে পরামর্শ করার পর কোভিড কেয়ার সেন্টারে PPE কিট পরে বিয়ে করার সিদ্ধান্ত নেয় হবু বর।

X