রাজস্থানে ফের দলিত নির্যাতন! এবার নাবালিকা কন্যাকে অপহরণ করে গণধর্ষণ, মুখ খোলায় খুনের হুমকি

বাংলা হান্ট ডেস্কঃ প্রথমে এক দলিত কিশোরীকে জোর করে বেঁধে রাখে কয়েকজন যুবক এবং পরবর্তীতে তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। বর্তমানে রাজস্থানের (Rajasthan) করৌলি জেলা থেকে এহেন অভিযোগ সামনে উঠে এসেছে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা গ্রামে। এমনকি নির্যাতিতার পরিবারকে অভিযোগ ফিরিয়ে নেওয়ার জন্য অভিযুক্তদের পক্ষ থেকে খুনের হুমকি দেওয়া হচ্ছে বলেও খবর মিলছে।

ঘটনার কেন্দ্রস্থল রাজস্থানের করৌলি জেলার সুরথ থানা সংলগ্ন এলাকা। গ্রামের দুই প্রভাবশালী যুবক এক দলিত নাবালিকাকে অপহরণ করে প্রথমে তাকে জোর করে বেঁধে রাখে এবং পরবর্তীতে ওই কিশোরীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। সূত্রের খবর, গত ১৭ ই আগস্ট গভীর রাতে অপহরণ করা হয় ওই নাবালিকাকে। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজি করার পরেও মেয়েকে না পেয়ে অবশেষে পরের দিন স্থানীয় থানায় রিপোর্ট দায়ের করে তার বাবা। এরপরেই গ্রামের একটি গোয়াল ঘরে মেয়েটিকে খুঁজে পায় পুলিশ।

নির্যাতিতার পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে জোর করে ধরে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে গোয়ালঘরে তার সঙ্গে জোর করে গণধর্ষণ করে দুই যুবক। পরবর্তীতে থানায় অভিযোগ দায়ের করা হলে অভিযুক্তদের পক্ষ থেকে নির্যাতিতার বাবাকে ধরে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে বাড়ি জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি একাধিক চাপও দেয় তারা।

Untitled design 2022 08 01T114809.417

স্থানীয় সূত্রে খবর, বর্তমানে অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আবার অপরদিকে প্রশাসনের তরফ থেকে এই খবরটি অস্বীকার করা হয়েছে। পুলিশের দাবি, নাবালিকার অপহরণের খবর সামনে আসতেই তারা তাকে উদ্ধার করে। বর্তমানে গণধর্ষণের অভিযোগ সামনে এসেছে। এক্ষেত্রে তদন্ত করার পরেই পুলিশের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হবে।

Sayan Das

সম্পর্কিত খবর