বাংলা হান্ট ডেস্ক: রাজস্থানে (Rajasthan) বিধানসভা ভোটের আগে ইডির তৎপরতা তুঙ্গে। পেপার ফাঁস কেলেঙ্কারির তদন্তে ওই রাজ্যের কংগ্রেস (Congress) সভাপতির বাড়িতে তল্লাশি ইডির। কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং দোতাসারা (Govind Singh Dotasra) জয়পুর ও সিকারের বাড়িতে হানা দিয়েছে ইডি। পাশাপাশি দৌসার মহুয়া থেকে কংগ্রেস প্রার্থী ও বর্তমান বিধায়ক ওমপ্রকাশ হুডলার বাড়িতেও অভিযান চালায় তদন্তকারী সংস্থা।
এদিকে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের (Ashok Gehlot) বাড়িতে পৌঁছে গেল ইডি (ED)। তাঁর পুত্র বৈভব গেহলটের কাছেও সমন জারি করা হয়েছে। এ কথা জানিয়েছেন খোদ রাজস্থানের মুখ্যমন্ত্রী (Chief Minister) নিজে। বৈভবের বিরুদ্ধে ফেমা আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। বৈদেশিক মুদ্রা দুর্নীতি মামলায় গেহলটের ছেলে জড়িত বলে অভিযোগ।
এই নিয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘২৫ অক্টোবর কংগ্রেস মহিলাদের জন্য গ্যারান্টি চালু করেছে। ওই একই সময়ে ২৬ তারিখ রাজস্থানের কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং দোতাসারার বাড়িতে অভিযান চালিয়েছে। আমার ছেলে বৈভবকে সমন পাঠিয়েছে। এখন বোঝাই যাচ্ছে যে কী হচ্ছে।’ সূত্রের খবর, বেলা ১২টা ৩০ মিনিট নাগাদ রাজস্থানের মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করতে পারেন।
উল্লেখ্য, ক্ষমতায় এলে লাল ডায়েরির রহস্য (Red Diary) ফাঁস হবে বলে মরুরাজ্যে প্রচারে গিয়ে ঝড় তুলে এই বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ভোটের আগে গেরুয়া শিবির রাজস্থানকে টার্গেট করছে। ওই সরকারের দুর্নীতি নিয়ে একাধিকবার অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এবার ভোটের আগে জোর তৎপরতা দেখা যাচ্ছে ইডির।