‘তুমি সর্বদা খুশি থেকো”, ধর্ষককে যাবজ্জীবনের সাজা শুনিয়ে নাবালিকাকে কবিতা শোনালেন বিচারক

বাংলা হান্ট ডেস্কঃ আমাদের দেশে প্রতি মুহূর্তে কোন না কোন কন্যা সন্তানকে যৌন লালসার শিকার হতে হয়। কঠোর আইনের মাধ্যমে অপরাধীদের সাজা দেওয়া হলেও এহেন নিকৃষ্ট ঘটনা কমার কোনো লক্ষণ নেই! এরই মাঝে এদিন ছয় বছর বয়সী এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অপরাধীকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। শুধু তাই নয়, সেই ছোট মেয়েটির উদ্দেশ্যে কবিতাও পড়ে শোনান বিচারপতি।

এদিন বিচারপতি দীপক দুবে সাজা ঘোষণার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন এবং এরপরই নাবালিকার উদ্দেশ্যে একটি কবিতা পড়ে শোনান। যার বাংলা করলে দাঁড়ায়, “ও আমার ছোট্ট নিষ্পাপ পরী রানী, তুমি সবসময় সুখে থেকো। তোমাকে যে কাঁদিয়েছিল, সেই দুষ্টু রাক্ষসকে আমরা তার শেষ নিশ্বাস পর্যন্ত কারাগারে পাঠিয়েছি। এখন তুমি নির্ভয়ে তোমার স্বপ্নের খোলা আকাশে ডানা মেলে উড়তে পারবে। তুমি সব সময় হাসতে থাকো, খুশি থাকো, এটাই আমাদের একমাত্র চেষ্টা।”

প্রসঙ্গত, এদিন বিচারক দুবে অপরাধী আব্দুল রহিমকে যাবজ্জীবন কারাবাসের সাজা ঘোষণা করেন এবং এরই সঙ্গে এক লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেন। জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি আব্দুল রহিম (43) রাজস্থানের কোটা জেলার দিগোদ থানা সংলগ্ন এলাকায় ছাত্র-ছাত্রীদের উর্দু শেখাতেন এবং তার কাছে সেই ছয় বছরের নাবালিকাও উর্দু শিখতে যেত।

অভিযোগ, গত বছর 13 ই নভেম্বর দুপুরের দিকে প্রতিদিনের মতোই ছোট মেয়েটি আব্দুলের কাছে টিউশনি পড়তে যায় এবং পরবর্তীতে বিকেল চারটের সময় সে নিজের বাড়ি পৌছায়। তবে আচমকা মেয়েকে কাঁদতে দেখে পরিবারের লোকজন চিন্তায় পড়ে যায় এবং পরবর্তীতে শিক্ষকের ঘৃণ্য কাজের কথা সে তার পরিবারের কাছে খুলে জানায়।

নাবালিকার কাছে সমস্ত ঘটনা জানা মাত্রই পরের দিন অর্থাৎ 14 ই নভেম্বর স্থানীয় থানায় গিয়ে সেই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জানায় পরিবার এবং দ্রুত তদন্ত শুরু করে অভিযুক্তকে গ্রেফতার করে প্রশাসন। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তকে হেফাজতে নেওয়ার পর তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয় এবং গত ফেব্রুয়ারি মাসে অভিযুক্তকে আদালতে পেশ করা হয়।সেই মামলাতেই এদিন অভিযুক্ত শিক্ষককে যাবজ্জীবন কারাবাসের সাজা দিলো আদালত।

Sayan Das

সম্পর্কিত খবর