রাজস্থান, মধ্যপ্রদেশে গেরুয়া ঝড়! ছত্তিশগড়ে নেক টু নেক ফাইটে কং-বিজেপি, তেলঙ্গানার চিত্রটা কি?

বাংলা হান্ট ডেস্কঃ রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, তেলঙ্গানা (Rajasthan, Madhya Pradesh, Chhattisgarh, Telangana) আজ ৪ রাজ্যের বিধানসভার ফলাফল (Live Assembly Polls Election Result 2023) ঘোষণা। গোটা দেশের নজর এখন সেই দিকে। কারণ লোকসভা নির্বাচনের আগে আজ যে সেমিফাইনাল। কোথায় কার পাল্লা ভারী? দেখুন এক নজরে।

রাজস্থানে এগিয়ে বিজেপি

সকাল ১০ টা পর্যন্ত মরু রাজ্য রাজস্থানে বিজেপি এগিয়ে গিয়েছে ১০০ আসনে। হাড্ডাহাড্ডি লড়াই দিচ্ছে কংগ্রেস। হাত এগিয়ে রয়েছে ৮৫টি আসনে এগিয়ে। অন্যদিকে রাজস্থানের টঙ্কে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী সচিন পাইলট।

মধ্যপ্রদেশে কি হচ্ছে?

মধ্যপ্রদেশ এবং রাজস্থানে ক্রমশ লিড বাড়াচ্ছে গেরুয়া শিবির। ছত্তীসগঢ়েও হাড্ডাহাড্ডি লড়াই কংগ্রেস-বিজেপির। মধ্যপ্রদেশে আপাতত ১৫০টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। কংগ্রেস এগিয়ে রয়েছে ৭৮টি আসনে। অন্যান্যরা এগিয়ে আছে দুটি আসনে।

আরও পড়ুন: সত্যিই মমতার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবেন অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়? এবার নিজেই মুখ খুললেন বিচারপতি

ছত্তিশগড়ে গেরুয়া এগিয়ে

শেষ আপডেট অনুযায়ী ছত্তিশগড়ে কংগ্রেসকে ছাপিয়ে দৌড় দিল বিজেপি। কিছুক্ষণ আগে কংগ্রেস ৪৭টি বিজেপি ৪১ থাকলেও বর্তমানে বদলে গিয়েছে চিত্র। এখন ৪৬টি আসনে এগিয়ে আছে বিজেপি। ৪২টি আসনে এগিয়ে আছে কংগ্রেস। অন্যান্যরা এগিয়ে দুটি আসনে।

rajasthan bjp congress

তেলঙ্গানায় হাসছে কংগ্রেস

প্রাথমিক ট্রেন্ডে তেলাঙ্গানায় ম্যাজিক ফিগার পার করল হাত শিবির। ভারত রাষ্ট্রীয় সমিতি (বিআরএস) কে টেক্কা দিয়ে আরও অনেকটা এগিয়ে গেল কংগ্রেস। ৬২টি আসনে এগিয়ে আছে কংগ্রেস। ৩৬টি আসনে এগিয়ে আছে বিআরএস। মাত্র পাঁচটি আসনে এগিয়ে আছে বিজেপি জোট। অন্যান্য এগিয়ে ছ’টি আসনে।

ad

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর