গোয়ালে বসেই পড়াশোনা করে বিচারপতি, নজির গড়লেন দুধওয়ালার মেয়ে

Published On:

রাজস্থানের (rajasthan) এক গোয়ালার (milkman) কন্যা সোনাল শর্মা (sonal sharma) এখন রাজস্থান রাজ্য জুডিশিয়াল সার্ভিস (RJS) পরীক্ষায় পাশ করার পর বিচারপতি হিসাবে যোগ দিতে চলেছেন। ২৬ বছর এই মেয়ে পড়াশোনা করতেন বাড়ির সংলগ্ন গোয়াল ঘরে। সেখান থেকেই ২৬ বছর বয়সী সোনাল বিএ, এলএলবি এবং এলএলএম পরীক্ষায় প্রথম হওয়ার জন্য তিনটি স্বর্ণপদক পেয়েছে। এক বছরের প্রশিক্ষণের পরে রাজস্থানের একটি দায়রা আদালতে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ দেওয়া হবে।

দুধ বিক্রেতা খয়ালি লাল শর্মার চার সন্তানের মধ্যে দ্বিতীয় সোনাল তার দিন শুরু করেন সকাল চারটায়। তিনি তার বাবাকে গবাদি পশুর দুধ দোয়ানো, গোয়াল পরিষ্কার করা, গোবর সংগ্রহ ও দুধ বিতরণে সহায়তা করেন।

রাজস্থান জুডিশিয়াল সার্ভিস ২০১৮ এর ফলাফল ২০১৯ সালের নভেম্বর মাসে ঘোষণা করা হয়। তবে সোনালকে অপেক্ষার তালিকায় রাখা হয়েছিল। কারন নির্ধারিত নম্বর থেকে সোনালের এক নম্বর কম ছিল। নির্বাচিত কয়েকজন প্রার্থী এই চাকরিতে যোগদান না করলে রাজ্য সরকার বুধবার একটি আদেশ জারি করে অপেক্ষার তালিকায় থাকা প্রার্থীদের যোগদানের জন্য বলেছিল। সেই তালিকায় নাম রয়েছে সোনালের।

সোনাল কখনও কোচিং বা টিউশনি নেননি। তিনি দামী বই কিনতে না পারায় লাইব্রেরিতে ঘন্টা কাটাতে তাড়াতাড়ি কলেজ যেতেন। “আমার বাবা-মা আমাদের সর্বোত্তম শিক্ষার ব্যবস্থা করার জন্য কঠোর পরিশ্রম করেছেন। আমার বাবা আমাদের শিক্ষার ব্যয় মেটাতে প্রচুর ঋয়ান নিয়েছিলেন তবে কখনও অভিযোগ করেননি। এখন আমি তাদের আরামদায়ক জীবন দিতে পারি,” জানিয়েছেন সোনাল।

সোনাল সোনালের পড়ার টেবিলটি গোয়ালের এক কোণে রাখা খালি তেলের ক্যান দিয়ে তৈরি হয়েছিল। সোনাল বলেন, “বেশিরভাগ সময়, আমার চপ্পলে গোবরের গন্ধ থাকত। আমি যখন স্কুলে ছিলাম তখন আমার সহপাঠীদের বলতে গিয়ে আমি লজ্জা বোধ করতাম যে আমি একজন দুধওয়ালার পরিবার থেকে এসেছি কিন্তু তবে এখন আমি আমার বাবা-মাকে নিয়ে গর্ব বোধ করি,”।

 

 

X