বাংলা হান্ট ডেস্কঃ রাজস্থান (Rajasthan) কংগ্রেসের রাজ্য সভাপতি তথা রাজ্যের উপ মুখ্যমন্ত্রী শচীন পাইলটের (Sachin Pilot) কারণে রাজস্থানের গেহলট সরকার ঘোর বিপদে পড়েছে। সুত্র অনুযায়ী, শচীন পাইলট (Sachin Pilot) রাহুল গান্ধীর (Rahul Gandhi) সাথে দেখা করা তো দূরের কথা কথাও বলতে রাজি নন। এছাড়াও তিনি প্রিয়াঙ্কা গান্ধীর সাথেও কথা বলতে চান না। সুত্র অনুযায়ী, শচীন জানিয়েছেন যে, কংগ্রেসের কারোর সাথেই কোন ফর্মুলাতে কোন কথা হয়নি।
রাজস্থানে রবিবার থেকে পলিটিক্যাল ড্রামা জারি আছে। সোমবার মুখ্যমন্ত্রী অশোক গেহলটের আবাসে জয়পুর কংগ্রেস বিধায়ক দলের বৈঠক হয়। বৈঠকে কংগ্রেসের বিধায়ক সংখ্যা নিয়ে এখনো সাসপেন্স জারি আছে। বিধায়ক দলের বৈঠকের পর কংগ্রেস বিধায়কদের হোটেলে শিফট করা হয়েছে।
রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট দাবি করছেন যে ওনার কাছে ১০৯ জন বিধায়কের সমর্থন আছে। রাজস্থানে ক্ষমতা ধরে থাকতে হলে ১০১ জন বিধায়কের সমর্থন চাই। যদিও, সুত্র অনুযায়ী, শচীন পাইলট জানিয়েছে যে, গেহলট সরকারের কাছে ক্ষমতা ধরে রাখার মতো সংখ্যা নেই। আর যদি থাকতই, তাহলে উনি ওনার সমর্থক বিধায়কদের হোটেলে কেন শিফট করত? হোটেল নিয়ে যাওয়ার বদলে ওনাকে গভর্নরের কাছে নিয়ে যাওয়া উচিৎ ছিল বিধায়কদের। সুত্র অনুযায়ী, শচীন পাইলট দাবি করা জানাচ্ছে যে ওনার কাছে কংগ্রেসের ২৫ জন বিধায়কের সমর্থন আছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সমস্ত বিধায়কদের জয়পুর-দিল্লী হাওইওয়ের ধারে বানানো একটি হোটেলে নিয়ে যাওয়া হয়েছে। জয়পুর থেকে ২০ কিমি দূর ফেয়ার মন্ট হোটেলে বিধায়কদের শিফট করা হয়েছে। এরা সবাই বিধায়ক দলের বৈঠকে অংশ নেওয়া বিধায়ক। শোনা যাচ্ছে যে, কংগ্রেস এখনো শচীন পাইলটকে তুষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।