বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘ ৪ দশক আগের একটি ধর্ষণ কাণ্ডে অবশেষে বিচার পেলেন নির্যাতিতা। রাজস্থানের এই ধর্ষণের ঘটনায় নিম্ন আদালতের রায় খারিজ করে অভিযুক্তকে খালাস করেছিল হাইকোর্ট। এবার সেই অভিযুক্তের সাজা বহাল রাখল সুপ্রিম কোর্ট (Supreme Court)। একইসঙ্গে হাইকোর্টের এমন সিদ্ধান্তের জন্য তীব্র ভর্ৎসনা করল সর্বোচ্চ আদালত। এই মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, ‘উচ্চ আদালতের একটা ভুলের জন্য ন্যায় বিচার পেতে ৪০ বছর অপেক্ষা করতে হলো নির্যাতিতাকে।’
ধর্ষকের সাজা বহাল রাখল সুপ্রিম কোর্ট (Supreme Court)
জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছিল ১৯৮৬ সালে। সে সময় নির্যাতিতা ছিলেন বয়সে, কিশোরী। ওই সময় নিম্ন আদালতেই মামলা উঠলে অভিযুক্ত বছর কুড়ির তরুণকে ৭ বছরের সাজা দিয়েছিল আদালত। এরপর অভিযুক্ত যুবক ওই নির্দেশকে কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়। এরপর হাইকোর্টে মামলা উঠতেই নিম্ন আদালতের রায় খারিজ হয়ে যায়।
অভিযুক্ত যুবককে খালাস করে হাইকোর্টের তরফে জানানো হয় নির্যাতিতা আদালতে বিচারকের প্রশ্নের কোন উত্তর দেননি। আদালতে দাঁড়িয়ে শুধু কাঁদতে থাকেন তিনি। এই কারণে ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত তরুণকে খালাস করে দেওয়া হয়।
আরও পড়ুন: অবশেষে! শিক্ষকদের জন্য বড় সুখবর, ২৮ মার্চের মধ্যে বিজ্ঞপ্তি জারির সুপ্রিম নির্দেশ
অবশেষে এই মামলা ওঠে সুপ্রিম কোর্টে Supreme Court)। মামলা চলাকালীন রাজস্থান হাইকোর্টের রায় শুনে ব্যাপক বিস্ময় প্রকাশ করে সর্বোচ্চ আদালত। শুনানি চলাকালীন এই মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল, মানসিক আঘাতের কারণে নির্যাতিতা আদালতে প্রশ্নের জবাব ঠিক মত নাও দিতে পারেন। কিন্তু অভিযুক্তেরর বিরুদ্ধে অন্যান্য প্রমাণ থেকে স্পষ্ট সে ওই অপরাধ করেছে।
হাইকোর্টের তীব্র সমালোচনা করে এই মামলায় সুপ্রিম কোর্ট জানায় বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতার কারণে মামলাটি বহু বছর ধরে ঝুলেছিল। অবশেষে শীর্ষ আদালত এদিন অভিযুক্তের সাজা বহাল রাখে।