দুরন্ত জয় পেল স্যামসনের রাজস্থান, বিশ্ৰী হার দিয়ে IPL 2022-এ যাত্রা শুরু SRH-এর

বাংলা হান্ট নিউজ ডেস্ক: দুরন্ত ব্যাটিং এবং অসাধারণ বোলিং। বড় জয় দিয়ে আইপিএল ২০২২-এ যাত্রা শুরু করলো সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। ব্যাটিংয়ে বাটলার, দেবদত্ত, হেটমায়ার এবং অধিনায়ক স্বয়ং, আর বোলিংয়ে ট্রেন্ট বোল্ট, প্রসিদ্ধ কৃষ্ণা, যুজবেন্দ্র চাহালদের দুরন্ত পারফরম্যান্সের দৌলতে কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদকে ৬১ রানের ব্যবধানে হারালো তারা।

আজকের ম্যাচে আরও একটা ঘটনা ঘটেছে। আইপিএল ২০২২ এর প্রতিটি ম্যাচে এখনও অবধি রান তাড়া করতে নামা দল জয় পেয়ে আসছিল। আজ সেই ধারায় বদল ঘটলো। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন উইলিয়ামসন। ওপেন করতে নেমে ভুবনেশ্বর কুমারের বলে একবার আউট হলেও সেটি নো বল হওয়ায় জীবন ফিরে পান জস বাটলার। তারপর যশস্বী জয়সওয়াল-কে সঙ্গী করে ভয়ানক আক্রমণ শুরু করেন তিনি। উমরান মালিক, ওয়াশিংটন সুন্দর-দের একাধিকবার গ্যালারিতে পাঠান তিনি। মাঝে রোমারিও শেফার্ড কিছুটা কৃপণ বোলিং করে যশস্বীকে ফেরত পাঠান। তারপর স্পিড স্টার উমরান মালিকও তুলে নেন জস বাটলারের উইকেট।

Shimron Hetmyer

তাতে অবশ্য রাজস্থানকে থামানো যায়নি। অধিনায়ক সঞ্জু স্যামসন ও গত দুইবার আরসিবির হয়ে দুরন্ত পারফরম্যান্স করা দেবদত্ত পাডিকল সুন্দর ব্যাটিং করে রাজস্থানের ইনিংস এগিয়ে নিয়ে যান। ২৯ বলে ৪১ রান করে উমরান মালিকের শিকার হন দেবদত্ত। অর্ধশতরান করে ভুবনেশ্বর কুমারের শিকার হন সঞ্জু। শেষদিকে চলতি মরশুমে রয়্যালস শিবিরের অংশ হওয়া ক্যারিবিয়ান তারকা শিমরণ হেটমায়ার ১৩ বলে মারকাটারী ৩২ রানের ইনিংস খেলে রাজস্থানকে ২১০ রানের স্কোরে পৌঁছতে সাহায্য করেন।

Aiden Markram

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকে উইকেট হারাতে শুরু করে সানরাইজার্স। পাওয়ার প্লে-তে তাদের স্কোর দাঁড়ায় ৩ উইকেট হারিয়ে ১৪, যা আইপিএলের ইতিহাসে সর্বনিম্ন। কেন উইলিয়ামসন, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠি কেউই দাঁড়াতে পারেননি উইকেটে। বোল্ট, প্রসিদ্ধ কৃষ্ণা, অশ্বিন, চাহালদের কৃপণ বোলিংয়ের সামনে হাত খুলতে পারছিলেন না কেউই। শেষমেশ কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করম। তাকে সঙ্গত দেন শেফার্ড (২৪) ও ওয়াশিংটন সুন্দর (৪০)। ৫৭ রান করে অপরাজিত থাকেন মার্করম। নয়তো লজ্জা আরও অনেক বেশি বাড়তে পারতো হায়দরাবাদের। দুটি করে উইকেট পান বোল্ট এবং কৃষ্ণা। একাই তিন উইকেট নেন যুজবেন্দ্র চাহাল। পরবর্তী ম্যাচে হয়তো বেশ কিছু পরিবর্তন করবেন উইলিয়ামসন। অপরদিকে বড় জয় পেয়ে তৃপ্ত রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন।


Reetabrata Deb

সম্পর্কিত খবর