বাংলা হান্ট ডেস্ক: টস কয়েন সংগ্রহ করা নিয়ে সঞ্জু স্যামসনের যে একটা আসক্তি রয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্বাদশ ম্যাচে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস। টসের জন্য দুই অধিনায়ক বেরিয়ে আসার সাথে সাথে এমএস ধোনি কয়েনটি উপরের দিকে ছুঁড়ে দেন, যা স্যামসনের কাছাকাছি পড়ে যায়। টস জেতার পর এই কয়েনটি নিজের কাছে রাখতে চান রাজস্থান অধিনায়ক। টস রাখার কারণ জানতে পেরে হেসে ফেলেন ম্যাচ রেফারি।
কেন তিনি টস কয়েনটি রাখতে চেয়েছিলেন তার কারণ জিজ্ঞাসা করা হলে, স্যামসন অকপটে বলেন,’ কয়েনটি সত্যিই সুন্দর দেখাচ্ছিল তাই আমি এটি কুড়িয়ে নিয়েছিলাম। ম্যাচ-পরবর্তী সময়ে অনুষ্ঠানে এই ঘটনা সম্পর্কে স্যামসন বলেন, আমি ম্যাচ-রেফারিকে জিজ্ঞাসা করেছিলাম যে আমি এটি পেতে পারি কিনা। তবে তিনি প্রথমে বলেছিলেন না। এখন এটি অনুমোদন করা যাবে না।” সম্ভবত, চেন্নাইয়ের বিরুদ্ধে খেলায় একজন ভিন্ন রেফারিকে দেখে, অধিনায়ক আবার টস কয়েনের প্রসঙ্গ তুলেছিলেন এবং সরাসরি সম্প্রচারকারী সাইমন ডুলের কাছে গিয়েছিলেন। টস নিয়ে তাঁর সিদ্ধান্ত জানাতে। রেফারি সব শোনার পর হেসে ফেলেন এবং সঞ্জুকে কয়েনটি দিতে রাজি হন। প্রসঙ্গত, রয়্যালসের অধিনায়ক মাত্র কিছুদিন আগে পাঞ্জাব কিংসের বিপক্ষে টসের কয়েনটি নিজের কাছে রেখেছিলেন।
চেন্নাইয়ের ওই ম্যাচে অবশ্য পরাজিত হয় রাজস্থান।সোমবার ওয়াংখেড়েতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে চেন্নাই জিতল ৪৫ রানে৷ টানা দু’ম্যাচ জিতে চার পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে চলে এসেছে ধোনির ইয়েলো আর্মি৷অন্যদিকে রাজস্থান রয়েছে ছয় নম্বরে।