স্যামসনের মগজাস্ত্রের কাছে হার মানলো ধোনির CSK, পয়েন্টস টেবিলে শীর্ষে RR

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চলতি মরশুমের আইপিএলে (IPL 2023) আবারও একবার চেন্নাই সুপার কিংসকে (CSK) হারিয়ে দিল সঞ্জু স্যামসনের (Sanju Samson) রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। ৩২ রানের ব্যবধানে জয়পুরে ম্যাচ জিতে সিএসকে-কে টপকে পয়েন্টস টেবিলের শীর্ষস্থানে চলে গেল রাজস্থান। যশস্বী জয়সওয়ালের অসাধারণ ব্যাটিং এবং অ্যাডাম জাম্পার (৩/২২) অসাধারণ বোলিংয়ের পাশাপাশি সঞ্জু স্যামসনের বুদ্ধিদীপ্ত অধিনায়কত্বের কাছে হার মানলো ধোনির সিএসকে।

এই মুহূর্তে রাজস্থানের সেরা বোলার ট্রেন্ট বোল্টকে আজ বাইরে রেখে দল নামিয়েছিলেন সঞ্জু স্যামসন। কিউয়ি পেসারের জায়গায় দলে এসেছিলেন অজি স্পিনার অ্যাডাম জাম্পা। বুঝতে পেরেছিলেন সঞ্জু যে এই পিচে স্পিনারদের বিরুদ্ধে ব্যাটিং করা একেবারেই সহজ হবে না। আজকের ম্যাচে ব্যবহৃত পিচটি গত ম্যাচগুলোর মন্থর পিচের থেকে আলাদা হলেও ২ ইনিংসে স্পিনাররা সাহায্য পেয়েছেন।

এছাড়া ২০৩ রানের টার্গেট তাড়া করতে নেমে রাজস্থানের পেসাররা অসাধারণ লাইন এবং লেংথে থেকে বল করতে থাকেন। নিজেকে সন্দীপ শর্মার ওভারগুলিতে কিপার হিসেবে উইকেটের কাছে তুলে এনে ফর্মে থাকা কনওয়ের স্টেপ আউটের সুযোগ কেড়ে নিয়ে তার কাজটা কঠিন করে তুলেছিলেন তিনি। এরপর পাওয়ার প্লে-এর শেষ ওভারে জাম্পাকে আনিয়ে কনওয়েকে মাত্রা ছাড়া আক্রমণ করতে বাধ্য করিয়ে তার উইকেটটি তুলে নেন সঞ্জু। নিজের দ্বিতীয় ওভারে সেট রুতুরাজ গায়কোয়াডকে ফিরিয়ে সিএসকের বিপদ বাড়িয়েছিলেন জাম্পা। এরপর এক ওভারে পরপর দুই উইকেট হিসাবে রাহানে ও রায়ডুকে ফিরিয়ে অশ্বিন রাজস্থান যে জিততে চলেছে এই ব্যাপারটি নিশ্চিত করে দেন। শেষদিকে শিবম দুবে (৫২) মরিয়া হয়ে চেষ্টা করলেও সেটা একেবারেই যথেষ্ট ছিল না।

এর আগে প্রথম ইনিংসে যশস্বী জসওয়াল এত অসাধারণ ব্যাটিং করছিলেন যে তার সামনে বাটলারকে দেখে মনে হচ্ছিল যে ইংল্যান্ড তারকা ধীর গতিতে ব্যাটিং করছেন। জাদেজা নবম ওভারে বাটলারকে ফিরিয়েও রানের গতিতে লাগাম লাগাতে পারেননি।

শেষপর্যন্ত ৪৩ বলে ৮টি চার ও ৪টি ছক্কা সহ ৭৭ রানের একটি অসাধারণ ইনিংস খেলে যশস্বী আউট হয়। এক ওভারে তাকে এবং সঞ্জু স্যামসনকে ফিরিয়ে চেন্নাইকে ম্যাচে কিছুটা ফিরিয়ে এনেছিলেন তুষার দেশপান্ডে। কিন্তু শেষ দিকে ধ্রুব জোরেল (৩৪) এবং দেবদত্ত পাডিকল (২৭) দুটি অসাধারণ ক্যামিও খেলে রাজস্থানকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। শ্রীলঙ্কার স্পিনার থিকসেনা ছাড়া আর কেউই রান আটকে রাখতে পারেনি সিএসকের হয়ে।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর