বাটলারের শতরানে ভর করে ম্যাচ জিতলো রাজস্থান, ম্যাচে আম্পায়ারদের সাথে তর্কে জড়ালেন পন্থ

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: রানের পাহাড়, শতরান, উইকেট মেডেন ওভার, দুই দলের ক্রিকেটারদের বিতর্ক, দিল্লির দল তুলে নেওয়ার হুমকি সব মিলিয়ে হাড্ডাহাড্ডি ম্যাচের শেষে দিল্লি ক্যাপিটালসকে ১৫ রানে হারালো রাজস্থান রয়্যালস। বাটলারের শতরানে ভর করে পাহাড়প্রমাণ ২২২ রান বোর্ডে তুলেছিল রাজস্থান। জবাবে শেষ ওভার অবধি চেষ্টা করলেও ২০৭ রানের বেশি তুলতে পারেনি দিল্লি। ম্যাচের শেষ ওভারে রিশভ পন্থের সাথে আম্পায়ারদের তর্ক অন্য মাত্রা দিল ম্যাচটিকে।

চলতি আইপিএলে এর আগেও মুম্বাই ও কেকেআরের বিরুদ্ধে শতরান করেছেন বাটলার। এর আগের দুদিনের শতরানের ইনিংসের চেয়ে আজ বেশি রান করেছেন বাটলার। এর আগে দু বারই ইনিংসের শেষ মুহূর্তে শতরানের গন্ডি পেরিয়েছিলেন বাটলার। আজ শতরান করার পরেও করলেন ১৬ টি রান। মোট ৬৫ বল খেলে ৯টি চার ও ৯টি ছক্কা সহযোগে ১১৬ রান করেন বাটলার। চলতি মরশুমে তার ফর্ম দেখে স্তম্ভিত ক্রিকেট বিশ্ব। আজ তার ব্যাটিং দাপটের সামনে শার্দূল ঠাকুর বাদে প্রতিটি দিল্লি ক্যাপিটালস বোলার ১০-এর ওপরের ইকোনমিতে রান বিলিয়েছেন। শার্দূল ঠাকুর একটি মেডেন ওভার করলেও ৩ ওভারে ২৯ রান দিয়েছেন।

তবে আজ শুধু বাটলার নন, দুরন্ত ব্যাটিং করেছেন অপর রাজস্থানের ওপেনার দেবদত্ত পাডিকল। ৩৫ বলে ৫৪ রানের দুরন্ত ইনিংস খেলেছেন তিনি। মেরেছেন ৭ টি চার এবং ২টি ছক্কা। তিনি খলিল আহমেদের বলে এলবিডব্লিউ হওয়ার পর বাটলারকে সঙ্গ দিয়ে ইনিংসটি টানেন সঞ্জু স্যামসন। বাটলার মুস্তাফিজুরের বলে ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে ফিরলেও ১৯ বলে ৫ টি চার ও ৩টি ছক্কা সহ ৪৬ রানে অপরাজিত থাকেন রাজস্থান অধিনায়ক।

রান তাড়া করতে নেমে দিল্লি ক্যাপিটালসের ব্যাটারদের মধ্যে বেশিরভাগই ভালো শুরু করলেও বেশিক্ষণ টিকতে পারেননি। ১৪ বলে ২৮ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন ডেভিড ওয়ার্নার। ২৩ বলে ৩৭ রান করে অশ্বিনের শিকার হন অপর ওপেনার পৃথ্বী শ। দুরন্ত ব্যাটিং করেও ৪৪ রানের বেশি করতে পারেননি অধিনায়ক পন্থ। এরপর ২ ওভারে ৩৬ বাকি এমন অবস্থায় ললিত যাদবের (৩৭) উইকেট সহ মেডেন ওভার করেন প্রসিদ্ধ কৃষ্ণা। ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ৩ উইকেট নেন শেষ ওভারে ৩৬ রান বাকি থাকা অবস্থায় পরপর তিনটি ছক্কা মারেন রভম্যান পাওয়েল। এরপর শুরু হয় একটি ছোটখাটো বিতর্ক। তৃতীয় বলটি নো বল বলে দাবি করতে থাকে দিল্লি ক্যাপিটালস। কিন্তু আম্পায়ার তাদের পক্ষে সিদ্ধান্ত না শোনানোয় দল তুলে নেওয়ার হুমকি দেন দিল্লি অধিনায়ক রিশভ পন্থ। কিন্তু শেষপর্যন্ত সেই ঝামেলা মেটার পর ১৫ রানে ম্যাচ হারে দিল্লি ক্যাপিটালস। পাওয়েল করেন ১৫ বলে ৩৬ রান।

X