বাটলার, স্যামসনদের দাপুটে ব্যাটিংয়ের পর চাহাল, বোল্টের দুর্দান্ত বোলিং! SRH-কে উড়িয়ে বড় জয় রাজস্থানের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আইপিএল ২০২৩-এর (IPL 2023) চতুর্থ ম্যাচে প্রথমবার ২০০ রানের গণ্ডি অতিক্রম করলো কোনও দল। এদিন হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে হোম টিম সানরাইজার্স হায়দরাবাদের (SRH) অধিনায়ক ভুবনেশ্বর কুমার টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) টপ অর্ডার তার সেই সিদ্ধান্তকে সম্পূর্ণ ভুল প্রমাণ করলো এবং সেই সঙ্গে দুর্দান্ত পারফরম্যান্স করলেন তাদের বোলাররাও। বড় ব্যবধানে জয় দিয়ে নিজেদের অভিযান শুরু করল সঞ্জু স্যামসনের দল।

আজ পাওয়ার প্লে-তে ব্যাটিং করতে নেমে গত আইপিএলে যেখানে শেষ করেছিলেন ঠিক সেখান থেকেই যেন শুরু করলেন জস বাটলার। ২০ বলে ৬টি চার ও ৯টি ছক্কা মেরে নিজের অর্ধশতরান তুলে নিয়েছিলেন ইংল্যান্ডের তারকা। পাওয়ার প্লে শেষ হওয়ার একদম আগে আফগানিস্তানের বোলার ফজলহক ফারুকির বলে ব্যক্তিগত ৫৪ রানের স্কোরে আউট হন তিনি। চলতি আইপিএলে পাওয়ার প্লে সর্বোচ্চ স্কোর ৮৫ রান তোলে রাজস্থান রয়্যালস।

বাটলার প্রথম ছয় ওভারে যে ভিত গড়ে দিয়েছিলেন তার ওপর বড় রানের ইমারত করে দেন অপর ওপেনার যশস্বী জয়সওয়াল (৫৪) এবং অধিনায়ক সঞ্জু স্যামসন (৫৫)। দুজনেই অর্ধশতরান করেন। যদিও লোয়ার অর্ডার, টপ অর্ডারের পারফরম্যান্সকে ধরে রাখতে পারেনি। তাও ক্যারিবিয়ান তারকা শিমরণ হেটমায়ার ২২ রানের একটি ইনিংস খেলে রাজস্থানের স্কোর পৌঁছে দেন ২০৩ অবধি।

এরপর ব্যাট করতে নেমে প্রথম ওভারেই অভিষেক শর্মা ও রাহুল ত্রিপাঠীকে ড্রেসিংরুমে ফিরিয়ে দেয় নিউজিল্যান্ডের তারকা ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট। তার প্রথম ওভারটি মেডেন যায়। এরপর মায়াঙ্ক আগারওয়াল (২৭) ও আব্দুল সামাদ (৩২) ছাড়া আর কেউই প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। এমনকি নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকায় রান রেটও শেষ ওভারের আগে কখনো ৬-এর গণ্ডি অতিক্রম করেনি হায়দরাবাদের ইনিংস চলাকালীন।

নিজেদের নিয়মিত অধিনায়ক এইডেন মার্করমের অভাবটা ভালোই অনুভব করেছে এসআরএইচ। দলে এমন কোনও ব্যাটারকে দেখা যায়নি যিনি ইনিংসের হাল ধরতে পারেন। দুর্দান্ত বোলিং করে নিজের ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৪ উইকেট নিয়ে হায়দরাবাদের ব্যাটিংকে ভাঙেন যুজবেন্দ্র চাহাল। ১টি করে উইকেট নেন হোল্ডার ও অশ্বিন। শেষদিকে মারাকাটারী ব্যাটিং করে দলকে ১০০ রানের গণ্ডি অতিক্রম করতে সাহায্য করেন উমরান। আজ তিনি বোলিংয়ের সময় ১টা উইকেট পেলেও প্রচুর রান খরচ করেছেন। তবে নিজের দলকে ১৩১ রান তুলে অলআউটের লজ্জার হাত থেকে বাঁচিয়েছেন তিনি।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর