বাংলা হান্ট ডেস্কঃ 2008 সালে প্রথম বছরই আইপিএল চ্যাম্পিয়ন হয় রাজস্থান রয়েলস। প্রাক্তন অজি কিংবদন্তি শেন ওয়ার্নের অধিনায়কত্বে আইপিএল ঘরে তুলেছিল রাজস্থান রয়েলস। তবে তারপর আর একবারও আইপিএল ট্রফি জিততে পারে নি রাজস্থান রয়েলস। শেষ কয়েক বছর তো একেবারেই হতাশাজনক পারফরম্যান্স করে রাজস্থান। আর সেই কারণেই ফের রাজস্থান দলের গুরু দায়িত্ব এসে পড়ল শেন ওয়ার্নের কাঁধে।
ফের শেন ওয়ার্নকে দলে ফিরিয়ে নিয়ে এল রাজস্থান রয়েলস। এই নিয়ে টানা দ্বিতীয়বার রাজস্থান রয়েলস দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন শেন ওয়ার্ন। তবে এবার ট্রফি জিততে মরিয়া রাজস্থান রয়েলস। সেই কারণে শুধু ব্র্যান্ড অ্যাম্বেসেডরই নন সেই সাথে সাথে আরও বেশ কিছু দায়িত্ব দেওয়া হল শেন ওয়ার্নকে। এই মরশুমে রাজস্থান রয়েলস দলের মেন্টরের ভূমিকাতেও দেখা যাবে এই অজি কিংবদন্তিকে। এবার এই কিংবদন্তি লেগ স্পিনারকে রাজস্থান রয়েলসে তারই প্রাপ্তন সতীর্থ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের সঙ্গে কাজ করতে দেখা যাবে।
রাজস্থান এর নতুন দায়িত্ব পেয়ে বেশ খুশি শেন ওয়ার্ন। তিনি জানিয়েছেন ফের আমার পুরোনো দল, যে দলকে আমি পরিবারের মতো দেখি সেই দলে ফিরতে পেরে আমি খুবই খুশি। এখন আমাদের মূল লক্ষ্য সকলে মিলে একসাথে কাজ করে রাজস্থান রয়েলসকে সাফল্য এনে দেওয়া।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা