জামাইয়ের সঙ্গে পগারপার চার ‘বিবাহিত” সন্তানের মা! পালাতে স্বামীকে ভরপেট মদও খাওয়ান শাশুড়ি

   

বাংলাহান্ট ডেস্ক: কথায় বলে ভালবাসার কোনও বয়স হয় না। এক ২৭ বছরের যুবক সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন একজন বিবাহিত মহিলার সঙ্গে। সেই মহিলার আবার চার সন্তান রয়েছে। উপরন্তু ওই বিবাহিত মহিলা সম্পর্কে ওই যুবকের শাশুড়ি! এরপর শাশুড়িকে নিয়ে বাড়ি থেকে পালিয়েছিলেন জামাই (Rajasthan Shocking Incident)। আর এতেই ঘটল ঘোরতর বিপদ। ওই যুবকের বিরুদ্ধে থানায় দায়ের হল অভিযোগ।

ঘটনাটি ঘটেছে রাজস্থানের সিরোহী জেলার অনাদরা থানার অন্তর্গত সিয়াকরা গ্রামে। ভালবাসার দিব্যি খেয়ে শাশুড়ি ও জামাই বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন। শুধু তাই নয়, শাশুড়িকে নিয়ে পালানোর আগে শশুরকে ভারী মাত্রায় মদ্যপান করিয়েছিলেন গুণধর জামাই। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অনেকেই প্রশ্ন তুলছেন, ওই মহিলাও বা কী ভাবে নিজের সংসার ও সন্তানদের ছেড়ে একজন পরপুরুষের সঙ্গে পালিয়ে গেলেন।

couple 16595071023x2

জানা গিয়েছে, সিয়াকরা গ্রামের বাসিন্দা রমেশ তাঁর মেয়ে কিসনার বিয়ে দিয়েছিলেন মামাওয়ালি গ্রামের নারায়ণ যোগীর সঙ্গে। বিয়ের পর মেয়ে-জামাই প্রায়ই তাঁদের বাড়ি আসতেন। কিন্তু কেউ ঘুণাক্ষরেও টের পাননি আসলে কী চলছে। নারায়ণের সঙ্গে কিসনার মায়ের প্রেমের সম্পর্ক গড়ে উঠছিল। গত ৩০ ডিসেম্বরে রাতেও নারায়ণ তাঁর শশুরবাড়ি আসে।

 

Rajasthan Couple

সেই রাতে শ্বশুর রমেশকে ভারী মাত্রায় মদ্যপান করায় নারায়ণ। মদের নেশায় তিনি ঘুমিয়ে পড়লে ৪০ বছর বয়সি শাশুড়িকে নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায় নারায়ণ। পরদিন বিকেল ৪ টের সময় ঘুম ভাঙে রমেশের। তিনি দেখেন, তাঁর স্ত্রী ও জামাই বাড়িতে নেই। তিনি তাঁদের খোঁজার চেষ্টা করেন কিন্তু কিছুই পান না। এরপরেই সোজা অনাদরা থানায় চলে যান রমেশ।

সেখানে জামাই নারায়ণের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগে তিনি জানান, জামাই তাঁর স্ত্রীকে ফুঁসলিয়ে নিয়ে গিয়েছে। বহুদিন ধরেই তিনি স্ত্রী ও জামাইয়ের মধ্যে কিছু একটা সম্পর্ক থাকার সন্দেহ করেছিলেন। কিন্তু তিনি ভাবতে পারেননি এমন চরম পদক্ষেপ নেবেন দু’জন। জানা গিয়েছে, নারায়ণেরও তিন সন্তান রয়েছে। ঘটনার দিন এক সন্তানকে নিয়ে শাশুড়ির সঙ্গে পালায় সে। রমেশের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর