পাকিস্তানকে সমর্থন করায় মিলল এমন সাজা, এখন হাত-পা জোড় করে ক্ষমা চাইছেন শিক্ষিকা

বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে এই প্রথম কোনও বিশ্বকাপের আসরে হারতে হল ভারতকে (India)। বিরাট বাহিনী এই ম্যাচে হারার পরই গোটা পাকিস্তানে খুশির হাওয়া বয়ে যায়। তবে শুধু পাকিস্তানেই না, ভারতেরও অনেক জায়গায় পাকিস্তানের জয়ের আনন্দ পালিত হয়েছে। আর পুলিশ, প্রশাসন এখন তাঁদেরই খুঁজে খুঁজে শাস্তি দিচ্ছে। এরকমই এক ঘটনা রাজস্থানের উদয়পুরের একটি স্কুল শিক্ষিকার সঙ্গে ঘটেছে। আর সেই কারণে সেই স্কুল শিক্ষিকা এখন দারুণ সমস্যার সম্মুখীন।

ভারত পাকিস্তানের কাছে হারা মাত্রই রাজস্থানের উদয়পুরের শিক্ষিকা নাফিসা নিজের হোয়াটস অ্যাপের স্ট্যাটাসে একটি ভিডিও দিয়েছিলেন। আর সেই ভিডিও তাঁকে শাস্তির মুখে ফেলার জন্য যথেষ্ট ছিল। টিচারের ওই স্ট্যাটাস দেখে এক পড়ুয়ার বাবা জিজ্ঞাসা করেন, ‘আপনি পাকিস্তানের সমর্থক?” তখন শিক্ষিকা নাফিসা বুক বাজিয়ে লেখেন ‘হ্যাঁ”। এরপরই নাফিসাকে নিয়ে বড়সড় বিতর্কের সৃষ্টি হয়।

পাকিস্তানকে সমর্থন করা ওই শিক্ষিকা স্কুল কর্তৃপক্ষ বড়সড় সাজা দেয়। স্কুল ওই শিক্ষিকাকে চাকরি থেকে বরখাস্ত করে দেয়। স্কুল একটি বিজ্ঞপ্তি জারি করে পরিস্কার লিখেছে যে, ‘এই শিক্ষিকাকে তৎকালীন প্রভাবে বরখাস্ত করা হয়েছে।” এরপরই সোশ্যাল মিডিয়ায় আরও একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে ওই শিক্ষিকাকে ক্ষমা চাইতে দেখা গিয়েছে। সেখানে শিক্ষিকা বলেন, ‘আমি মজা করার জন্য অমন বলেছিলাম। আমি ভারতীয়, আর ভারতকে ভালোবাসি। আমি যখন আমার ভুল বুঝতে পারি, তখন স্ট্যাটাস ডিলিট করে দিই।”

neerjamodi

ওই মহিলা শিক্ষিকার মতোই ভারতের অনেক জায়গায় পাকিস্তানের জয়ের আনন্দ উৎসব পালিত হয়েছিল। বিশেষ করে কাশ্মীর আর দিল্লির সীমাপুরী এলাকায়। আর এর বিরোধিতায় সরব হন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন দুই ওপেনার বিরেন্দ্র সহবাগ ও গৌতম গম্ভীর। দুজনই ট্যুইট করে পাকিস্তানের জয়ে আনন্দ করাদের কড়া জবাব দেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর