অভিনয় শিখেছিলেন যার কাছে ‘শাস্ত্রী’ ছবিতে তাঁর কোলেই পা! মিঠুনের সাথে শুটিং-এর অভিজ্ঞতা শোনালেন রজতাভ

বাংলা হান্ট ডেস্ক : এবারের দুর্গা পুজোয় মুক্তি পাচ্ছে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) অভিনীত ‘শাস্ত্রী’ সিনেমা। সদ্য প্রকাশ্যে এসেছে এই সিনেমার  প্রথম ঝলক। যা দেখেই অনুমান করাই যায়  মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) বিপরীতে খলনায়কের ভূমিকায় অভিনয় করবেন অভিনেতা রজতাভ দত্ত (Rajatava Dutta)। বহুদিন পর আবার বড় পর্দায় একসাথে স্ক্রিন শেয়ার করতে চলেছেন তাঁরা।

মিঠুনের (Mithun Chakraborty) সাথে অভিনয়ের অভিজ্ঞতা শোনালেন রজতাভ

কিন্তু এই সিনেমায় এমন একটি দৃশ্য রয়েছে যেখানে দেখা যাবে সিকিউরিটি গার্ডের চরিত্রে বসে থাকা মিঠুনের (Mithun Chakraborty) কোলে গুরু গম্ভীর মুখ নিয়ে পা তুলে বসে আছেন রজতাভ।  যদিও এই দৃশ্যে অভিনয় করতে গিয়ে তাঁর যে বিরাট অস্বস্তি হয়েছিল সে কথা স্বীকার করে নিয়েছেন অভিনেতা নিজেই।

আর এই দৃশ্যে অভিনয় করার অভিজ্ঞতা এদিন  আনন্দবাজার অনলাইনে জানিয়ে রজতাভ বলেছেন, ‘একটু অস্বস্তি হয়েছিল বইকি! কিন্তু চিত্রনাট্যে এমনই ছিল। মিঠুনদাকে সেটা জানাতেই বললেন, ‘আরে, চল তো। শট দে!’

যদিও পরে ওই দৃশ্যের জন্য সিনিয়র অভিনেতা মিঠুনের পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন রজতাভ। অভিনেতার কথায়, ‘ওই দৃশ্যের পর মিঠুনদার পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলাম।’ তবে আজ পর্যন্ত নায়ক মিঠুন আর খলনায়ক রজতাভ যে সিনেমাতেই জুটি বেঁধেছেন সেটাই হিট। বিশেষ করে বাণিজ্যিক ছবিতে।

আরও পড়ুন : পুরো লক্ষ্মী-নারায়ণ জুটি! ঠাকুরের সামনে বসেই সম্পর্কে সিলমোহর দিলেন পর্দার কথা-এভি?

আসলে দর্শকদের হাততালি পেতে  নির্দিষ্ট ফর্মুলা মেনেই তৈরী হয় এই ধরনের বাণিজ্যিক ছবি। এক্ষেত্রে ব্যতিক্রম নয় আসন্ন বাংলা সিনেমা শাস্ত্রী-ও। তাই এপ্রসঙ্গে রজতাভ জানিয়েছেন,’পরে যখন মিুঠুনদা আমার কাঁধে পা তুলে দিচ্ছেন, ওই দৃশ্যে সবচেয়ে বেশি হাততালি পড়বে প্রেক্ষাগৃহে।’

Mithun 1

মিঠুন এবং রজতাভ জুটির প্রথম ছবি ছিল ‘বারুদ’। রজতাভর কথায়, ‘আমি তখন নবাগত। প্রথম খল চরিত্র। আমার ধারণা, আমাকে নির্বাচনের নেপথ্যে মিঠুনদার বড় অবদান ছিল।’ যদিও এখন সেকথা নিজের মুখে স্বীকার করেন না মিঠুন। রজতাভর কথায়, ‘সাধারণত এ রকম ক্ষেত্রে অনেকেই হয়তো কৃতিত্ব নিতে চাইবেন। কিন্তু, মিঠুনদা সরল মনেই বলে দিলেন যে তিনিই আমাকে সুযোগ দিয়েছিলেন কি না, সেটা আর মনে করতে পারছেন না।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর