তৃণমূলকে রেখে আর লাভ নেই, আমাদের চাই কেন্দ্র রাজ্যের একই ডবল ইঞ্জিন সরকার: রাজীব বন্দ্যোপাধ্যায়

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই দল বদল ও আক্রমন-পাল্টা আক্রমনের খেলা বাংলার রাজনীতিতে তীব্র হয়ে উঠছে। গতকাল অমিত সাহের বাসভবনে গিয়ে বিজেপিতে যোগদান করেছেন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পরই মমতা ব্যানার্জীর তৃণমূল সরকারের বিরুদ্ধে একের পর এক ক্ষোভ উগরে দিলেন রাজীব। বিজেপিতে যোগদান করেই ডুমুরজলা সভা থেকে একের পর এক তোপ দাগলেন রাজীব বন্দ্যোপাধ্যায়।

রাজীব বলেন, মমতা ব্যানার্জীর সরকার কতটা ব্যার্থ তা এটা থেকেই প্রমাণিত হয় যে এতদিনে দুয়ারে সরকার কর্মসূচি করতে হচ্ছে। বাংলার মানুষের সার্বিক উন্নয়নের জন্য ডাবল ইঞ্জিন সরকার প্রয়োজন অর্থাৎ কেন্দ্রে ও রাজ্যে একই সরকার প্রয়োজন বলে দাবি করেন তিনি। অমিত শাহকে তিনি বাংলার জন্য বিশেষ আর্থিক প্যাকেজ দেওয়ার কথা বলেছেন।

সংখ্যালঘু ভোট এবং স্বাস্থ্যসাথী কার্ড নিয়েও তৃণমূল সরকারের বিরুদ্ধে মুখ খোলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যসাথী কার্ডকে ভাঁওতাবাজি আখ্যা দেন রাজীব। অন্যদিকে সংখ্যালঘুদের কোনো উন্নয়ন হয়নি বলেও দাবি তার। ‘এই সরকারকে ক্ষমতায় রেখে লাভ নেই , আমাদের সুযোগ দিন’- বলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। উনি আরো বলেন, ডবল ইঞ্জিন সরকার মানুষের বিকাশ করবে, তৃণমূলের শেষ সময়ের শুরু হয়ে গেছে।

Rajib Banerjee bjp

রাজ্য সরকার বহু ইস্যুতে কেন্দ্রের সাথে ঝামেলা করে বলেও অভিযোগ তার। তৃণমূল না করলে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে বলে আক্রমন করেন রাজীব। লক্ষণীয় বিষয় যে, বিজেপিতে যোগ দেওয়ার পর এটাই রাজীবের প্রথম জনসভা। যেখানে থেকে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমন করে নতুন দলের হয়ে বক্তব্য রাখলেন রাজীব।

সম্পর্কিত খবর