তৃণমূলে যাচ্ছেন রাজীব? মন্তব্য ঘিরে জোর জল্পনা

বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় হারের পর বিজেপির অনেক নেতাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষ করে যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এদের মধ্যে অন্যতম ছিলেন মুকুল রায়। তবে মুকুলবাবু গতকাল একটি টুইট করে সমস্ত জল্পনা উড়িয়েছেন। তিনি জানিয়েছেন, বাংলায় গণতন্ত্র কায়েম করতে বিজেপির সঙ্গেই থাকবেন। মুকুল রায়ের এই পোস্টের পস বিজেপির নেতা-কর্মীরা হাফ ছেড়ে বেঁচেছেন। এবার প্রশ্ন উঠছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে।

1611343554 rajib

বিধায়ক পদ ছেড়ে বিধানসভা থেকে বেরিয়ে আসার সময় রাজীববাবু তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সঙ্গে নিয়ে বেরিয়েছিলেন। আর এবার তিনি বললেন, ‘যত দিন বেঁচে আছি, ততদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রদ্ধা করব।” ওনার এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনার সৃষ্টি হয়েছে। এখন প্রশ্ন উঠছে ৪২ হাজারেরও বেশি ভোটে হারা রাজীববাবু কি ফের তৃণমূলে?

Rajib Banerjee bjp

তবে ফের তৃণমূলেই যোগ দেবেন নাকি, সেই নিয়ে কিছু বলতে শোনা যায়নি রাজীব বন্দ্যোপাধ্যায়কে। তিনি জানিয়েছেন, এই নিয়ে কোনও মন্তব্য করবেন। তিনি এও বলেছেন যে, আমাকে নিয়ে কে জল্পনা ছড়াচ্ছে তা জানিনা। তবে শুধু রাজীব বন্দ্যোপাধ্যায়ই না, তৃণমূল ত্যাগী আরও এক বিজেপি প্রার্থীকে নিয়েও জল্পনা উঠছে। তিনি হলেন উত্তরপাড়ার বিজেপি প্রার্থী প্রবীর ঘোষাল।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর