অন্তরালে থেকেই পাঁচ দিন ছুটি বাড়িয়ে নিলেন রাজীব কুমার, সিবিআইকে দেওয়া জবাব ঘিরে জোর বিতর্ক

বাংলা হান্ট ডেস্ক : রাজীবকে খুঁজে পেতে কার্যত নাজেহাল হতে হচ্ছে সিবিআই আধিকারিকদের, অনেকেই আবার রাজীবের এই অন্তরালে থাকাটা লুকোচুরি খেলার সঙ্গে প্রসঙ্গ তুলেছেন৷ এই তেই সারদা কেলেঙ্কারিতে অভিযুক্ত তার ওপরে আবার রোজ ভ্যালি কাণ্ডে সিবিআই রাজীব কুমারকে তলব করেছে৷ তাই এবার অন্তরালে থেকেই সিবিআইয়ের সঙ্গে যোগাযোগ করেছেন রাজীব কুমার এমনকি সিবিআইয়ের নোটিসের জবাবও দিয়েছেন তিনি৷ আর সেই জবাব ঘিরেই উস্কে উঠছে বিতর্ক৷

সূত্রের খবর সিবিআইয়ের হাতে এ বার অন্যতম হাতিয়ার হতে চলেছে রাজীব কুমারের অন্তরালে থেকে এই জবাব দেওয়া৷ রোজ ভ্যালি কাণ্ডে সিজিও কমপ্লেক্সে রাজীব কুমারকে উপস্থিত হওয়ার নোটিস পাঠানো হলে তিনি সিবিআইয়ের কাছ থেকে ছুটি চেয়েছেন পাশাপাশি এখনও পাঁচ দিন তিনি ছুটিতে আছেন তাই 30 তারিখের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে অন্য দিকে সারদা কাণ্ডের তলবের সময় রাজীব কুমার  জানিয়েছিলেন 25 সেপ্টেম্বর অর্থাত্ বুধবার অবধি ছুটিতে আছেন তিনি৷784195 cbihd

আর এখানেই বেধেছে গণ্ডগোল তা হলে পাঁচ দিন ছুটি হঠাত্ কী করে বাড়িয়ে নিলেন রাজীব? যেমন প্রশ্ন উঠেছে তেমন কী ভাবে তিনি ছুটির আবেদন করলেন ঊর্ধ্ব স্থান কর্মচারীদের কাছে? এমন প্রশ্ন উঠছে৷ তবে রাজীব কুমারের এই পাঁচ দিনের ছুটি কেই হাতিয়ার করে এরপর ডিজি ও রাজ্য সরকারের কাছে ব্যাখ্যা চাইতে পারে সিবিআই এমনটাই জানা গিয়েছে৷

প্রায় দু সপ্তাহ হয়ে গেলেও সারদা কেলেঙ্কারিতে অভিযুক্ত কলকাতা পুলিশের প্রাক্তন নগরপালের এখনও অবধি কিনারা করতে পারেি সিবিআই আধিকারিকরা,, এ রাজ্য ছাড়াও ভিন রাজ্যেও চিরুনি তল্লাশি করা হয়েছে কিন্তু এখনও অবধি অধরা তিনি৷

সম্পর্কিত খবর