বাংলা হান্ট ডেস্কঃ BCCI এর ভাইস প্রেসিডেন্ট তথা কংগ্রেস নেতা রাজীব শুক্লা ভারতীয় দলের মধ্যে ধর্ম খুঁজে শিরোনামে উঠে এলেন। রাজীব শুক্লা এমন এক ট্যুইট করলেন, যার কারণে ভারতীয় ক্রিকেট ফ্যানেরা ওনার উপর চরম ক্ষুব্ধ হয়েছে।
উল্লেখ্য, রাজীব শুক্লা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার জয় নিয়ে একটি পোস্ট করেছিলেন। আর সেই পোস্ট করেই তিনি ট্যুইটারে ব্যাপক হারে ট্রল হন। জানিয়ে রাখি, রাজীব শুক্লা নিজের ট্যুইটে ক্রিকেটারদের ধর্ম খুঁজতে বসেছিলেন।
রাজীব শুক্লা প্রথমে ভারতীয় খেলোয়াড়দের একটি ছবি ট্যুইট করে লেখেন, ‘একজন হিন্দু আর একজন মুসলিম। ভারতের জয়ে দুজনেই খুশি। যদি এই কথা দেশের মানুষ বুঝে যেত, তাহলে কট্টর মুসলিম আর হিন্দু ধর্মের নামে চলা কয়েকটি দলের রাজনীতি শেষ হয়ে যেত।”
— Rajeev Shukla (@ShuklaRajiv) January 25, 2021
এরপর তিনি আরও একটি ট্যুইট করে লেখেন, ‘ঋষভ পন্থ হিন্দু, সিরাজ মুসলিম, শুভমন গিল শিখ, ওয়াশিংটন সন্দর ইসাই। এরা সবাই মিলে ভারতকে জিতিয়েছে। এই দুটো ম্যাসেজ আমাকে আমার এক বন্ধু পাঠিয়েছে, এই নিয়ে আপনার রায় কি?”
https://twitter.com/ShuklaRajiv/status/1353592828203474944
ক্রিকেটারদের ধর্ম খুঁজে খুঁজে বের করার জন্য ট্যুইটার ইউজাররা রাজীব শুক্লার বিরুদ্ধে ক্ষেপে ওঠে আর ওনাকে নিয়ে ট্রল করা শুরু করে। ক্রিকেট প্রেমীরা রাজীব শুক্লাকে পরামর্শ দিয়ে বলে, তিনি যেন ভারতীয় দলের জয় আর দলকে কোনও ধর্মের চোখে না দেখেন।
এছাড়াও রাজীব শুক্লা ওয়াশিংটন সুন্দরের ধর্ম নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করেন। আসলে সুন্দর তামিলনাড়ুর এক হিন্দু পরিবারের ছেলে। কিন্তু শুক্লা ওনাকে খ্রিষ্টান বানিয়ে দেন। এরপর ক্রিকেট ফ্যানরা বিসিসিআই এর সহ-সভাপতিকে কটাক্ষ করা শুরু করে।