কুমার বংশ থেকেই আসবে “পরবর্তী সুপারস্টার”! এই স্টারকিডকে নিয়ে ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন রাজেশ খান্না

বাংলাহান্ট ডেস্ক : ‘সুপারস্টার’, শব্দটির সঙ্গে তো এখন সকলেই পরিচিত। বিনোদন জগতের সঙ্গে ওতপ্রোতভাবে ভাবে জড়িত এই শব্দ। বলিউড থেকে টলিউড কিংবা অন্য ভাষার ফিল্ম ইন্ডাস্ট্রিতেও বহু সুপারস্টার এসেছেন, সম্ভবত ভবিষ্যতেও আসবেন। তবে বলিউডের প্রথম সুপারস্টার শব্দটি যাঁকে উদ্দেশ্য করে বলা হয়েছিল তিনি হলেন রাজেশ খান্না (Rajesh Khanna)। হিন্দি ইন্ডাস্ট্রিতে সুপারস্টারদের যুগ শুরু করেছিলেন তিনিই।

পরবর্তী সুপারস্টারের কথা বলেছিলেন রাজেশ খান্না (Rajesh Khanna)

বলিউডে ‘কাকা’ নামে জনপ্রিয় ছিলেন রাজেশ খান্না (Rajesh Khanna)। অগুন্তি সুপারহিট, ক্লাসিক ছবি উপহার দিয়েছেন তিনি। তাঁর ঐতিহ্য বহন করে চলেছেন জামাই অক্ষয় কুমার। তিনিও বলিউডের প্রথম সারির তারকাদের মধ্যেই গণ্য হন। তবে বলিউডের পরবর্তী সুপারস্টার কে হবেন তা আগেই ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন রাজেশ খান্না (Rajesh Khanna)। না, তিনি জামাই অক্ষয় নন।

Rajesh khanna said who will be the next superstar

কী বলেছিলেন অভিনেতা: অনেক আগে এক সাক্ষাৎকারে রাজেশ খান্না (Rajesh Khanna) বলেছিলেন, অক্ষয় এবং টুইঙ্কলের পুত্র আরভ বলিউডের পরবর্তী সুপারস্টার হবেন। বংশের প্রতিভা, আত্মত্যাগকে এগিয়ে নিয়ে যাবেন তিনি। তাঁর বংশ থেকেই ইন্ডাস্ট্রির পরবর্তী সুপারস্টার আসবে বলেই বিশ্বাস ছিল তাঁর।

 আরো পড়ুন : বাংলাদেশের “ভাঁড়ে মা ভবানী”, সীমান্ত পেরিয়ে ফসল কেটে পালাচ্ছে “চোর”-এর দল! নতুন চিন্তা BSF-এর

ছেলের ব্যাপারে জানান অক্ষয়: অক্ষয় এবং টুইঙ্কলের বড় ছেলে আরভ বর্তমানে পড়াশোনা করছেন লন্ডনে। ১৫ বছর বয়সেই নিজের পায়ে দাঁড়াতে বাড়ি ছেড়েছিলেন তিনি। এক সাক্ষাৎকারে অক্ষয় বলেছিলেন, তিনি নিজেও ১৫ বছর বয়সে বাড়ি ছেড়েছিলেন জীবিকার খোঁজে। ছেলের প্রশংসা করে অক্ষয় বলেছিলেন, নিজের সব কাজ আরভ নিজেই করতে পারেন। এমনকি পোশাকও নাকি ‘থ্রিফট স্টোর’ থেকে সেকেন্ড হ্যান্ড কেনেন তিনি।

আরো পড়ুন : কার্ড ছাপলেও সলমনের সঙ্গে ভাঙে বিয়ে, কার জন্য? এত বছর পর বিষ্ফোরক সঙ্গীতা

তবে আরভ অভিনয় জগতে আসতে চান না বলেই জানান অক্ষয়। তাঁর ফ্যাশনে আগ্রহ রয়েছে। কিন্তু বলিউডে আসার তেমন ইচ্ছা নাকি নেই। ছেলের এই সিদ্ধান্তকে অবশ্য সমর্থন করেন অক্ষয়।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর