বাংলাহান্ট ডেস্ক : টলিউড হোক কিংবা বলিউড। তাঁর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। যে কোনো চরিত্রেই খুব সহজে নিজেকে মানিয়ে নিতে পারেন তিনি। তাঁর ভক্তের সংখ্যাও নেহাতই কম নয়। তিনি রাজেশ শর্মা (Rajesh Sharma)। এক নামে যাঁকে চেনে গোটা ইন্ডাস্ট্রি। তবে ক্যারিয়ারের শুরুটা মোটেই ভালো ছিলোনা তাঁর। জি বাংলার জনপ্রিয় শো পুর সংসারে এসে সে কথা নিজেই জানিয়েছিলেন অভিনেতা।
‘বাইশে শ্রাবণ’ থেকে ‘বজরঙ্গি ভাইজান’, কিংবা এম এস ধোনির বায়োপিক বা ‘দ্য তাসখেন্ট ফাইলস’, কিংবা চমকে দেওয়া ‘স্পেশাল ছাব্বিশ’। রাজেশ শর্মা থাকলেই ছবি সুপারডুপার হিট। বিভিন্ন চরিত্রকে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলাই তাঁর কাজ। তাঁর অভিনয় খুব সহজেই দাগ কাটে সিনে প্রেমীদের মনে।
অভিনয়টা ছিল তাঁর কাছে নেশার স্বরূপ। কিন্তু মধ্যবিত্ত পরিবারের ছেলে হওয়ায় তাকেও বেছে নিতে হয়েছিল চাকরি। তবে ঠিকমত শো করতে পারছিলেন না তিনি। আর সে কারণেই একটা সময় সিদ্ধান্ত নেন চাকরিটা ছেড়ে মন দিয়ে শো করবেন। তবে সংসার চালানোর জন্য ট্যাক্সি চালাবেন বলেও সিদ্ধান্ত নেন তিনি।
সকালে চালাতেন ট্যাক্সি। আর সন্ধ্যা বেলায় করতেন শো। এভাবেই কেটে যাচ্ছিলো অভিনেতার জীবন। তবে একবার শো করতে গিয়ে অপর্ণা সেনের নজরে আসেন তিনি। এরপরেই বদলে যায় তাঁর ভাগ্যের চাকা। রাজেশ শর্মাকে নিজের বাড়িতে ডেকে পাঠান তিনি।
সঠিক সময় পৌঁছেও গিয়েছিলেন তাঁর বাড়ি। অপর্ণা সেন তাঁকে একটি ছবির গল্প পরে শোনান। ছবির নাম ‘পারমিতার একদিন’। অভিনেতাও চুপচাপ বসে শুনতে থাকেন সেই গল্প। ভেবেছিলেন হয়তো ছোটোখাটো কোন চরিত্রের জন্য বেছে নেওয়া হবে তাঁকে। তবে গল্প শেষ হতেই তাঁর সেই ভুল ভেঙে যায়।
অপর্ণা সেন তাঁকে বলে বসেন ঋতুপর্ণার বরের চরিত্রে অভিনয় করতে হবে তাঁকে। আর এই কথা শুনেই রীতিমত চমকে উঠেছিলেন রাজেশ। এভাবেই অভিনয় জগতে পথ চলা শুরু হয় তাঁর। ‘অপুর সংসার’ শোয়ের সঞ্চালক শাশ্বত চট্ট্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর এটির ভাগাভাগি করে নেন জনপ্রিয় এই অভিনেতা।