বাংলাহান্ট ডেস্কঃ সদ্য বিজেপি (bjp) থেকে ফিরেছেন তৃণমূলে (tmc)। আর ফিরতেই গেরুয়া শিবিরকে হুঁশিয়ারি দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। গত বিধাসসভা নির্বাচনের পূর্বে যোগ দিয়েছিলেন বিজেপিতে। তারপর নির্বাচনে নিজের এবং দলের পরাজয়ের পর দলের সঙ্গে তৈরি হয়েছিল দূরত্ব। সম্প্রতি আবারও ফিরে গেলেন নিজের পুরনো আশ্রয়ে।
নিজের পুরনো আশ্রয়ে ফিরে যেতেই হুঙ্কার দিলেন বাংলার প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, ‘তৃণমূলের উপর হামলা হলে, বিজেপিকে পাল্টা দিতে জানে সবুজ শিবির। কেউ কিন্তু একলা নয়’।
বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার পর রাজীব বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে ফিরে যাওয়ার জল্পনা তৈরি হয়েছিল। আর তারপর সেই জল্পনা সত্যি করে গত ৩১ ই অক্টোবর রবীন্দ্র ভবনের সামনের সভায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আবারও ফিরে গেলেন তৃণমূলে। আর পুরনো সৈনিক ঘরে ফিরতেই তাঁকে ত্রিপুরার দায়িত্ব কিছুটা তুলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ত্রিপুরার দায়িত্ব হাতে পেয়েই, প্রথমবার দলীয় প্রার্থীদের সঙ্গে মঙ্গলবার আগরতলায় বৈঠক করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। আর বৈঠক থেকেই রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘তৃণমূলের উপর যদি বিজেপি আক্রমণ করে, তাহলে আমরা হাত গুটিয়ে যে বসে থাকব, তেমনটা ভাবার কোন কারণ নেই। আমরাও পালটা দিতে জানি। তবে তৃণমূলের ভদ্রতাকে দুর্বলতা ভেবে ভুল করলে চলবে না। কেউ একলা নয়, একজনের উপর হামলা হলে, সবাই ঝাঁপিয়ে পড়বে’। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন সুস্মিতা দেব, সুবল ভৌমিক এবং অন্যান্য স্থানীয় নেতৃত্বরা।