মুখ্যমন্ত্রীকে আক্রমণ না করে পেট্রোল, ডিজেলের দাম কমানো উচিত, শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে বললেন রাজীব

বাংলাহান্ট ডেস্কঃ প্রকাশ্যে আসছে বিজেপির দলীয় কোন্দল। সৌমিত্র খাঁর পর এবার স্যশাল মিডিয়ায় শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) আক্রমণ করলেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। একসময়ের  মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সৈনিক রাজীব বন্দ্যোপাধ্যায়ের মুখে এইসমস্ত কথা শুনে ফের দলবদলের জল্পনা উস্কে উঠছে।

বুধবারই যুব মোর্চার সভাপতি পদ থেকে সরে এসে সৌমিত্র খাঁ দাবি করেছেন, শীর্ষ নেতৃত্বদের ভুল পথে চালনা করছেন শুভেন্দু অধিকারী। যা নিয়ে তোলপাড় চলছে বঙ্গ রাজনীতিতে। এরই মধ্যে আবার শুভেন্দু অধিকারীকে রাজীব বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ, অনেক প্রশ্ন উত্থাপিত হয়েছে রাজনীতির অন্দরে।

https://www.facebook.com/SriRajibBanerjee/posts/5972574869483031

শুভেন্দুকে স্যোশাল মিডিয়ায় আক্রমণ করে রাজীব লেখেন, ‘বিরোধী নেতাকে বলব…যাঁর নেতৃত্ব ও যাকে মুখ্যমন্ত্রী দেখতে চেয়ে বাংলার মানুষ ২১৩টি আসনে তাঁর প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন সেই মুখ্যমন্ত্রীকে অযথা আক্রমণ না করে সাধারণ মানুষের দুর্দশা মুক্তির জন্য পেট্রল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যহ্রাস করাই এখন একমাত্র লক্ষ্য করা উচিত’।

প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ছবি হাতে নিয়ে কাঁদতে কাঁদতে দল ছেড়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এরপর বিজেপিতে গিয়ে নিজের পুরনো এলাকা থেকে নির্বাচনে দাঁড়ালেও, জয়ের স্বাদ নিতে পারেননি তিনি। আর এরপর থেকেই পদ্ম শিবিরের সঙ্গে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের।

bkjbbvb

একাধিকবার দলবদলের জল্পনার মাঝে সম্প্রতি পার্থ চট্টোপাধ্যায়ের মায়ের মৃত্যু সংবাদ পেয়ে তাঁর বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তারপর আবার পত্নী বিয়োগে শোকার্ত মুকুল রায়ের সঙ্গেও দেখা করেন তিনি। আর এসবের মধ্যে শুভেন্দু অধিকারীকে আক্রমণ আবারও দলবদলের জল্পনাকে শক্ত করছে।

Smita Hari

সম্পর্কিত খবর