কলকাতা অবরুদ্ধ করে দেব, মমতা সরকারকে সরাসরি হুঁশিয়ারি দিলেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ কিছুদিন আগে একটি অরাজনৈতিক মঞ্চ থেকে রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) বেসুরো গেয়ে বলেছিলেন যে, ‘যারা যোগ্যতার সাথে কাজ করছেন, তাদের প্রাধান্য দেওয়া হচ্ছে না। উল্টে AC ঘরে বসে রাজনীতি করা মানুষেরাই আজ সামনের সারিতে উঠে এসেছেন।” তিনি বলেন, ‘মানুষ যখন ভালো কাজ করতে যায়, তখন তাকে পিছন থেকে টেনে ধরা হয়। অনেকেই এখানে আছেন, যারা শুধুমাত্র ক্ষমতার জন্য রাজনীতি করছেন।”

ওনার এই মন্তব্যের পর কলকাতা জুড়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার পড়া শুরু হয়। আর এই ঘটনার জেরে কালীঘাটে জোর অস্থিরতার সৃষ্টি হয়েছিল গিরীশ পার্ক, শ্যামবাজার হাতিবাগান সমেত বিভিন্ন এলাকায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে পোস্টার পড়ে। রাজ্যের মন্ত্রীর সমর্থনে এহেন পোস্টার পড়ার পর রাজ্য রাজনীতিতে আবারও নতুন করে জল্পনা শুরু হয়।

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার মমতার সরকারকে চরম হুঁশিয়ারি দিলেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, তিনি স্পষ্ট ভাবে বলেছেন যে, শুধু আট-নয় হাজার পুরোহিতদের নামমাত্র ভাতা দিলেই চলবে না। ওদের অনেক দাবি রয়েছে। সনাতন ধর্মের মানুষেরা যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে, সেটার জন্য সুবন্দোবস্ত করে দিতে হবে। নাহলে কলকাতা অবরুদ্ধ করে দেব।

ব্রাহ্মণের সন্তান রাজীব বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থাকলেও ব্রাহ্মণ আর সনাতন ধর্মের প্রতি একটি আলাদা টান আছে। আর সেই পরিচয় নিয়েই তিনি এতদিন ধরে রাজনীতি করে আসছেন। শুভেন্দু অধিকারীর বিদ্রোহ করার পর তিনিও বিদ্রোহের পথে নামেন। আর ওনার বিদ্রোহ শুরু করায় রাজ্যের বিভিন্ন এলাকায় ওনার সমর্থনে পোস্টার পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের মধ্যে অস্বস্তি বাড়ে। আর এবার ওনার এই হুঁশিয়ারি মমতার সরকারকে আরও বিপাকে ফেলবে বলেই রাজনৈতিক বিশেষজ্ঞদের মত।

সম্পর্কিত খবর

X