আচমকাই ত্রিপুরায় হাজির রাজীব, পুজো দিলেন ত্রিপুরেশ্বরী মন্দিরে! শুরু রাজনৈতিক মহলে নতুন জল্পনা

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ ত্রিপুরায় (tripura) নিজেদের জমি শক্ত করতে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল (tmc) শিবির। তবে এরই মধ্যে শুক্রবার ত্রিপুরায় উপস্থিত হলেন রাজীব বন্দোপাধ্যায় (rajib banerjee)। পুজো দিলেন ত্রিপুরেশ্বরী মন্দিরেও। কিন্তু হঠাৎ এমন টানটান উত্তেজনার সময় রাজীবের ত্রিপুরা ভ্রমণ, অনেক প্রশ্নের জন্ম নিয়েছে।

কেন হঠাৎ এমন সময় ত্রিপুরা গমন রাজীব বন্দোপাধ্যায়ের? উত্তরে তিনি কোন রাকঢাক না করেই জানিয়েছেন, ‘অনেক দিন ধরেই এখানে আসার ইচ্ছে ছিল। ইচ্ছে ছিল ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেব। তাই এখানে এসেছি। এর মধ্যে কোন রাজনীতির রং লাগাবেন না’।

তবে রাজীবের এই উত্তরে ঠিক সন্তুষ্ট হতে পারল না রাজনৈতিক মহল। কারণ বর্তমান সময়ে বঙ্গ রাজনীতিতে রাজীব বন্দোপাধ্যায়ের যে টালমাটাল অবস্থা, তাতে করে এই সময় তাঁর ত্রিপুরা গমনকে খুবই তাৎপর্যপূর্ণ ভাবে দেখছেন বিশেষজ্ঞরা। যদিও এই বিষয়কে রাজীব শুধুমাত্র ব্যক্তিগত কারণ হিসেবে ব্যাখ্যা করলেও, তা মানতে নারাজ রাজনৈতিক মহলের একাংশ।

বর্তমান সময়ে ত্রিপুরায় রয়েছেন ব্রাত্য বসু। আবার ২০১৬ সাল থেকে রাজীবের সঙ্গে ত্রিপুরার সম্পর্ক বেশ ঘনিষ্ঠই ছিল। এসবের মধ্যে রাজনৈতিক কানাঘুষো শুরু হতেই রাজীব জানান, ‘রাজনীতি নিয়ে আমি কোন আলোচনা করছি না। মানুষের ভোটে নির্বাচনে জয়লাভ করে, একটা সরকার ত্রিপুরা চালাচ্ছে। মানুষই তাঁর মূল্যায়ণ করবেন’।

২৪-এর নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে তৃণমূল শিবির। সেই কারণে ত্রিপুরায় নিজেদের জমি শক্ত করতে উঠে লেগেছে সবুজ বাহিনী। তবে এই কাজে নানারকম বাঁধা বিঘ্ন আসা সত্ত্বেও, আবারও উঠে দাঁড়িয়ে নিজেদের কাজেই মন লাগাতে চাইছে ঘাসফুল শিবির। এখানেই সুদীপ, জয়ারা আক্রান্ত হওয়ার পরও, আবার ত্রিপুরায় পা রাখার হুঁশিয়ারি দিয়েছেন।

X