নিজস্ব সংবাদদাতা,নদিয়াঃ আমরা আপনাদের পাশে পাশে সব সময় আছি একথা বললেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি নদিয়ার চাপড়া একটি ফুটবল টুর্নামেন্টে এসে বললেন।বক্তৃতা রাখতে গিয়ে এদিন রাজীব বাবু বলেন এন আর সি নিয়ে গুজবে কান দেবেন না।বাঙালির জনপ্রিয় খেলা হল ফুটবল তাই এই খেলার মাঠে আপনাদের এতটা উপস্থিতি জা আপনার খেলার ম্যান অফ দ্যা ম্যাচ আপনারা সকলে।খেলা উপলক্ষ্যে নদিয়ার চাপড়ার মাঠে বিশাল মেলা বসেছেন।আর এই মেলার কথা বলতে গিয়ে রাজীব বাবু বলেন মেলা মানে মিলনের স্থল।এর পাশাপাশি এদিন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন বাংলায় অনাচে কানাচে এত এত প্রতিভা থাকতেও ভাড়া করে আনা হয় খেলোয়ারদের।
কিন্তু তা কি আর দরকার আছে স্থানীয় ছেলেরা খেলার সুযোগ পান।নদিয়ার চাপড়ার ছেলেরা খেলায় অংশগ্রহন করুক।তাতে ভাল সাফল্য আসবে।এগিয়ে যাবে বাংলার প্রতিভাবান ছেলেরা। আসন্ন আগামী শারদউৎসব আগাম শুভেচ্ছা জানালেন সবাইকে। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান দ্ধিতীয়বারের জন্য যে সরকার কেন্দ্রে এসেছে তার আগে আমরা দেখেছি নোটী বন্দি নিয়ে মানুষ যেভাবে নাজেহাল হয়েছে।আর এই সবে মাত্র ১০০ দিন হয়েছে এই সরকার।আর্থক বৃদ্ধির হার বাংলাদেশ এবং পাকিস্তানের থেকেও কম।আজকে সোনার দাম কোথায়।
রত্ন কোম্পানীগুলি বিক্রি হয়ে যাবার পথে।সরকারী বিভিন্ন জায়গাগুলি আজ বেসরকারি করনের দিকে ঠেলে দিয়েছে অটোমোবাইল এর হাল একই।এই সরকারের আমলে মানুষ কাজ থেকে অর্থ রোজগার ঠিকমত করতে না পেরে চলে যাচ্ছে অটো বা টোটোর দিকে।
মানুষ কিভাবে তার সংসার চালাবে বা কি খাবে, চলবে কি করে সেদিকে নজর নেই।দেশের অর্থনিতী তলানিতে এসে ঠেকেছে।স্বর্নের কারিগরেরা তারা যাবে কোথায়? দেশের ৪২ টি সরকারি জায়গা গুলি বেসসরকারী করনের পথে এমনকি রেলকেও সেই পথে ঠেলে দেওয়া হয়েছে।স্বাধীনতার পর এই প্রথম এই সরকারের আমলে এইসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার