অবশেষে খুঁজে পাওয়া গেলো রাজীব স্যারকে,সেই ছবি ভাইরাল করলেন অনুপম হাজরা

Published On:

বাংলাhunt ডেস্কঃ এক দিকে যেমন আইনি লড়াই চলছে রাজীব কুমার এবং সিবিআইয়ের মধ্যে। তেমনই রাজীবের খোঁজে তল্লাশিও চালাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।এখনও সিবিআইয়ের চোখে ‘পালাতক’ রাজীব। সিবিআইয়ের চোখে পলাতক হলেও রাজীব কুমারকে খুঁজে বের করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বোলপুরের প্রাক্তন সাংসদ অনুপম হাজরা। অনুপমবাবু ক্লাস ফোরের সাধারণ জ্ঞানের বই থেকে রাজীব কুমারকে খুঁজে বের করলেন। সেই বইয়ের ছবি তুলে তিনি ফেসবুকে ভাইরাল করে লিখলেন,“অবশেষে ক্লাস ফোরের সাধারণ জ্ঞানে খুঁজে পাওয়া গেলো রাজীব স্যার কে।” সেই পোস্ট ঘিরে ফেসবুকে রীতিমতো হাঁসির রোল উঠেছে। শেয়ারও হচ্ছে প্রচুর পরিমাণে।

ছবিঃ ফেসবুকে পোস্ট করেছেন সেই ছবি। অনুপম হাজরা।

অনুপমবাবুর শেয়ার করা বইয়ের ছবিতে দেখা যাচ্ছে,বইয়ের উপরের অংশে পুলিশের ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছে রাজীব কুমার। এবং তার নীচে প্রশ্ন করা রয়েছে, পুলিশ কিভাবে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?

X