বাংলাহান্ট ডেস্ক: সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বায়োপিক (Biopic) দেখার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন সিনেপ্রেমীরা। বাইশ গজে তাঁর রাজত্ব থেকে শুরু করে রঙিন ব্যক্তি জীবন, মহারাজের কাহিনি রূপোলি পর্দায় দেখার জন্য আর অপেক্ষা সইছে না ভক্তদের। বায়োপিক তৈরি হচ্ছে, সে খবরে শিলমোহর পড়েছে অনেক আগেই। এবার প্রকাশ্যে আরো এক বড় তথ্য।
থালাইভা রজনীকান্তের (Rajinikanth) কন্যা ঐশ্বর্য রজনীকান্ত (Aishwarya Rajinikanth) পরিচালনা করতে পারেন সৌরভের বায়োপিকের। সম্প্রতি এমনি খবরে নড়েচড়ে বসেছে সিনেপ্রেমীরা। গুঞ্জনের আগুনে ঘি পড়েছে সাম্প্রতিক একটি খবরে। আইপিএল দেখতে শহরে এসেছেন ঐশ্বর্য। সঙ্গে তাঁর দুই ছেলে। সোমবার মহারাজের বাড়িতে নৈশভোজ সেরেছেন ঐশ্বর্য কন্যা।
সে খবর প্রকাশ্যে আসার পর থেকেই জল্পনা আরো বেড়েছে। নৈশভোজে বায়োপিক নিয়েও কি কোনো আলোচনা হয়েছে? তা আপাতত জানার কোনো সম্ভাবনা নেই। কারণ বায়োপিক নিয়ে মুখে কুলুপ এঁটে রয়েছেন সৌরভ। কোনো বক্তব্য রাখেননি ঐশ্বর্যও।
পরিচালক লভ রঞ্জনের প্রযোজনা সংস্থা লভ ফিল্মসের প্রযোজনায় তৈরি হতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। দাদা নিজেই এই খবরের সত্যতা স্বীকার করেছেন। যদিও কোন পরিচালক ছবিটি তৈরি করবেন, সৌরভের ভূমিকাতেই বা পর্দায় কাকে দেখা যাবে তা নিয়ে এখনো কোনো খবরই পাওয়া যায়নি।
সম্ভাব্য অভিনেতার দৌড়ে সবার আগে ছিলেন রণবীর কাপুর। সৌরভের নিজেরও ব্যক্তিগত পছন্দ ছিলেন রণবীর। কিন্তু শোনা গিয়েছে তিনি নাকি ফিরিয়ে দিয়েছেন ছবির প্রস্তাব। সৌরভের বায়োপিকে অভিনয় করতে নাকি একদমই আগ্রহী নন রণবীর।
টলিউডে ক্রিকেটের মহারাজের চরিত্রের জন্য প্রথম পছন্দ ছিল অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। কিন্তু খবর মিলেছে তাঁকে নাকি বাতিল করে দিয়েছেন প্রযোজকরা। কারণ সৌরভের বায়োপিকেরের জন্য একজন সর্বভারতীয় মুখের সন্ধানে রয়েছেন তাঁরা।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার