বাংলাহান্ট ডেস্ক: হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রজনীকান্ত (rajinikanth)। গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তিন দিন পর সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অভিনেতা। থালাইভার ঘর ওয়াপসির খবরে খুশি তাঁর অনুরাগীরাও। এখন তিনি সম্পূর্ণ সুস্থ আছেন বলে জানা যাচ্ছে।
বৃহস্পতিবার চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। জানা যাচ্ছে, সেখানে রুটিন চেকআপের জন্য গিয়েছিলেন রজনীকান্ত। তারপরেই তাঁকে ভর্তি করে নেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছিল, নির্দিষ্ট সময় অন্তর রুটিন চেকআপ হয় রজনীকান্তের। সেই সূত্রেই হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। সম্ভবত চারদিন সেখানেই থাকবেন তিনি। নানান পরীক্ষা নিরীক্ষার পরেই ছাড়া হবে তাঁকে।
কিন্তু চিকিৎসকরা পরীক্ষা করে জানান, মস্তিষ্কে রক্ত চলাচল ঠিক হচ্ছে না রজনীকান্তের। এরপরেই ক্যারোটিড আর্টারি রিভাসকুলারাইজেশন করা হয়। অস্ত্রোপচারের পর সুস্থই ছিলেন অভিনেতা। তবুও কিছুদিন তাঁকে পর্যবেক্ষণে রাখার পরেই ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল চিকিৎসকরা।
রবিবার নিজের বাড়িতে ফেরেন রজনীকান্ত। বৃষ্টি মধ্যেই ছাতা মাথায় দিয়ে নিজে পায়ে হেঁটে বাড়ি ফেরেন তিনি। স্বামীকে আরতি করে তারপর ঘরে ঢোকান স্ত্রী। ঈশ্বরের সামনে দাঁড়িয়ে প্রার্থনাও সারেন অভিনেতা। ঘরের দরজার সামনে দাঁড়িয়ে সাংবাদিক ও অনুরাগীদের উদ্দেশে হাত নাড়তে দেখা যায় রজনীকান্তকে।
আগামী ৪ ঠা নভেম্বর মুক্তি পাচ্ছে রজনীকান্তের নতুন ছবি ‘আন্নাথে’। রজনীকান্তের বিপরীতে ছবিতে রয়েছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির আরেক জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। বৃহস্পতিবারই ছবির স্পেশ্যাল স্ক্রিনিংয়ে উপস্থিত হয়েছিলেন তিনি। কিন্তু ছবির প্রচারে সম্ভবত বেশি দেখা যাবে না রজনীকান্তকে। কারণ কিছুদিন তাঁকে বিশ্রামের মধ্যে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।