দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত রজনীকান্ত, শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

বাংলাহান্ট ডেস্ক: দাদাসাহেব ফালকে পুরস্কার (dadasaheb phalke award) পেতে চলেছেন সুপারস্টার অভিনেতা তথা রাজনীতিবিদ রজনীকান্ত (rajinikanth)। ২০১৯ সালের জন‍্য চলচ্চিত্র ক্ষেত্রে দেশের সর্বোচ্চ সম্মান পেতে চলেছেন থালাইভা। কেন্দ্রীয় তথ‍্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর টুইট করে ঘোষনা করেন এই সুখবর।

প্রকাশ জাভড়েকর টুইট করে লেখেন, ‘ভারতীয় সিনেমা জগতের অন‍্যতম প্রখ‍্যাত অভিনেতা রজনীকান্ত জির নাম দাদাসাহেব ফালকে পুরস্কারের জন‍্য ঘোষনা করতে পেরে আমি আনন্দিত। অভিনেতা, প্রযোজক ও চিত্রনাট‍্যকার হিসাবে তাঁর অবদান সত‍্যিই অনবদ‍্য।’

Rajinikanth 1 1
গত বছরেই দাদাসাহেব ফালকে পুরস্কারের জন‍্য নাম ঘোষনা হওয়ার কথা ছিল। কিন্তু করোনার জন‍্য তা পিছিয়ে যায়। এর আগে ২০১৯ সালে অমিতাভ বচ্চনকে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করা হয়েছিল। কিছুদিন আগে জাতীয় চলচ্চিত্র উৎসবে পুরস্কার প্রাপকদের তালিকা প্রকাশ হলেও দাদাসাহেব ফালকের জন‍্য নাম ঘোষনা হয়নি। অবশেষে ঘোষিত হল রজনীকান্তের নাম।

টুইট করে রজনীকান্তকে শুভেচ্ছা জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, ‘প্রজন্ম ধরে জনপ্রিয়, বিস্তৃত কাজের পরিসর, বিচিত্র চরিত্র ও অসাধারণ ব‍্যক্তিত্ব… তিনিই শ্রী রজনীকান্ত। খুবই গর্বের ব‍্যাপার যে থালাইভাকে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করা হল। অনেক অভিনন্দন।’

https://twitter.com/rajinikanth/status/1377531264765284352?s=19

মোদীর শুভেচ্ছা পেয়ে আপ্লুত রজনীকান্ত। তিনি ধন‍্যবাদ জানিয়ে পালটা টুইট করে লেখেন, ‘আপনার শুভেচ্ছা পেয়ে আমি খুবই সম্মানিত ও আপ্লুত। এটা সবথেকে সম্মানীয় পুরস্কার। আপনাকে ও ভারত সরকারকে অনেক ধন‍্যবাদ।’


Niranjana Nag

সম্পর্কিত খবর