বাংলাহান্ট ডেস্ক: প্রায় ২৫ বছর পর পুলিস অফিসারের চরিত্রে বড়পর্দায় ফিরছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। তাঁর নতুন ছবি ‘দরবার’ মুক্তি পেল ৯ জানুয়ারি। নয়নতারা ও রজনীকান্তের জুটি ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে সোশ্যাল মিডিয়ায়।
এই অ্যাকশন ড্রামাটি দেখার জন্য মুখিয়ে রয়েছেন রজনী ভক্তরা। টুইটারেও ‘দরবার’এর প্রশংসা উপচে পড়ছে। সিনেপ্রেমীদের থেকে তো বটেই ছবি সমালোচকদের থেকেও ভালই প্রতিক্রিয়া পেয়েছে এই ছবি। রজনীকান্তের অভিনয়ের প্রশংসা করে টুইটার ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। অনেকেই বলছেন, ব্লকবাস্টার হতে চলেছে এই ছবি। রীতিমতো ধামাকাদের ছবি নিয়ে কামব্যাক করেছেন ‘থালাইভা’। আবার অনেকে বলছেন রজনীর ‘পেটা’ ছবির থেকেও এই ছবি অনেক বেশি হিট হতে চলেছে। কারন পেটা শুধুমাত্র রজনীকান্তের অনুররাগীদের জন্যই আদর্শ ছিল। অন্যদিকে দরবার সব সিনেপ্রেমীদেরই মন জয় করে নেবে।
#Darbar review:
✔️Thalaivar's charisma & performance
✔️Thalaivar…Thalaivar…Thalaivar
✔️Screenplay & direction
✔️Ani's BGM
✔️Cinematography
✔️Songs & Action
✔️All cast & crewVerdict 4.5/5
An industry hit is on the way!@anirudhofficial@santoshsivan #DarbarReview pic.twitter.com/BnldBSSXIa
— Jailer Rajini® (@TrendzRajini) January 9, 2020
https://twitter.com/Bobbyofficiali_/status/1215122038064476160
ছবি সমালোচকরা মনে করছেন রজনীকান্তের এই ছবি বক্সঅফিসে ভালই ব্যবসা করবে। কারন তাঁর শেষ ছবিগুলো সেরম ভাবে ছাপ ফেলতে পারেনি সিনেপ্রেমীদের মধ্যে। ছবি থেকে আয়ও হয়েছে তুলনামূলক কম। তাই এই ছবি যে ভাল মতোই বক্সঅফিস কাঁপাতে চলেছে তা আগে থেকেই বলে দিচ্ছেন সমালোচকরা।
https://twitter.com/Rowdy_3_/status/1215122028241420288
#DarbarReview #Thalaivar looks ravishing ❤️ , Style. Swag. What a brilliant performance
Loved the portions between @i_nivethathomas & Thalaivar🤗🤗#ChummaKizhi #KannulaThimiru #ThaniVazhi entire theatre went crazy 💥💥💥@anirudhofficial Kalakita ma neeee#DarbarBlockbuster
— Gayathri Doraiswami (@gthricv) January 9, 2020
দীর্ঘ ২৫ বছর পর ফের পুলিস অফিসারের চরিত্রে দেখা যেতে চলেছে রজনীকান্তকে। সেই ১৯৯২ সালে তামিল ছবি ‘পান্ডিয়ান’এ পুলিস অফিসারের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এছাড়াও ‘মুন্দ্রু মুগম’ ছবিতে পুলিসের চরিত্রে দেখা গিয়েছিল রজনীকে। ১৯৮২ সালে মুক্তি পেয়েছিল সেই ছবি। প্রসঙ্গত, রজনীকান্ত ও নয়নতারা অভিনীত ‘দরবার’ ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন এ আর মুরুগাদোস।