বাংলাহান্ট ডেস্ক: করোনা (corona) হানা দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের (rajinikanth) সিনেমার সেটে। অভিনেতার আগামী তামিল ছবি ‘আন্নাথে’র শুটিং চলছিল হায়দ্রাবাদে। সেই ছবির টিমের আটজন সদস্যের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তারপরেই তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয়েছে ছবির শুটিং। তবে সুস্থ রয়েছেন রজনীকান্ত। তিনি আক্রান্ত হননি করোনায়।
বেশ কয়েকটি তামিল সংবাদ মাধ্যম সূত্রে খবর, গত কয়েক সপ্তাহ ধরে হায়দ্রাবাদে চলছিল আন্নাথে ছবির শুটিং। কিন্তু আটজন ক্রু সদস্যের করোনা রিপোর্ট পজিটিভ আসায় বন্ধ করে দিতে হয় ছবির শুটিং। জানা গিয়েছে, আগামী বুধ বা বৃহস্পতিবার চেন্নাই ফিরবেন রজনীকান্ত।
জানা গিয়েছে, ছবির ৪০ শতাংশ শুটই শেষ হয়ে গিয়েছে। ছবিতে একজন দাদার চরিত্রে অভিনয় করবেন রজনীকান্ত। অভিনেত্রী কীর্তি সুরেশকে দেখা যাবে তাঁর বোনের ভূমিকায়। এছাড়াও ছবিতে রয়েছেন নয়নতারা। এর আগে ‘দরবার’ ছবিতেও রজনীকান্তের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি।
আগামী ৩-৪ সপ্তাহের মধ্যেই ছবির শুটিং শেষ করার কথা ছিল রজনীকান্তের। তারপর নিজের জীবনের নতুন ইনিংস, রাজনৈতিক কেরিয়ারের দিকে মনোযোগ দেওয়ার পরিকল্পনা ছিল তাঁর। খুব শীঘ্রই নিজের রাজনৈতিক দল খোলার কথা ঘোষনা করেন তিনি।
প্রসঙ্গত, সম্প্রতি করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছিল রকুল প্রীত সিংয়েরও। সোশ্যাল মিডিয়ায় রকুল করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়ে লেখেন, ‘আমি সবাইকে জানাতে চাই যে আমার কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। আমি নিজেকে কোয়ারেন্টাইন করে নিয়েছি। আমি নিজেকে যথেষ্ট বিশ্রামের মধ্যে রাখব যাতে আবার সুস্থ হয়ে শুটিংয়ে ফিরতে পারি। যারা আমার সংস্পর্শে এসেছেন দয়া করে পরীক্ষা করিয়ে নেবেন। ধন্যবাদ, সকলে সাবধানে থাকবেন।’